নিউ ইয়র্কের মেয়র নির্বাচন: নেহরুর কোটেশন, বলিউড গান ভারতীয় সংযোগ নিয়ে আলোচনায় জোহরান মমদানী

নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জোরালো আলোচনার কেন্দ্রে ভারতীয় বংশোদ্ভূত নেতা জোহরান মমদানী। প্রচারে নেহরুর উক্তি, বলিউডের সুর এবং দক্ষিণ এশীয় অভিবাসী সমাজের কাছে আবেগের সংযোগ তৈরি করে তিনি জনপ্রিয়তা বাড়াচ্ছেন।