Ramnavami 2025
ক্লাউড টিভি ডেস্ক : আগামী রবিবার রামনবমী (Ramnavami 2025)। এদিন ভগবান রাম আপনার এবং আপনার পরিবারের উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করেন। এই রামনবমীতে পরিবারের উন্নতির জন্য আপনারা কিছু করণীয় আছে।
সংসারে শান্তি আনতে এদিন আপনি কী করবেন বা কি করবেন না।
সেদিন (Ramnavami 2025) কি করবেন :
**এ দিন ঘুম থেকে ওঠার পরে হাত পা ধুয়ে পবিত্র মনে রাম দেবতাকে অর্ঘ্য নিবেদন করুন।
**রাম নবমীর দিন অযোধ্যায় গিয়ে সরযূ নদীতে স্নান করলে অতীত ও বর্তমান জীবনের সব পাপ ধুয়ে যায়। না পারলে গঙ্গায় গিয়ে রামের নাম করে স্নান করুন।
**রাম নবমীর দিন উপোস করলে সংসারে সুখ-সমৃদ্ধি আসে। তবে উপোস করার সময় ঘনঘন জল পান করুন।
**এ দিন পাঠ করুন রামচরিতমানস, রাম চল্লিশা ও শ্রীরাম রক্ষাস্ত্রোত্র। এর পাশাপাশি হনুমান চল্লিশা পাঠ করুন এবং দরিদ্রকে দান করুন।
এ দিন (Ramnavami 2025) কি করবেন না:
**এই দিন কোনও রকমের আমিষ ও অ্যালকোহল গ্রহণ করবেন না।
**তরকারিতে পিঁয়াজ ও আদা দেবেন না।
**এ দিন চুল-দাঁড়ি কাটবেন না।
**এদিন (Ramnavami 2025) কাউকে ঠকাবেন না। সৎ থাকুন। কুচিন্তা থেকে নিজেকে দূরে রাখুন।
আরও পড়ুন :
যে ১০ দেশে মোট জনসংখ্যায় মহিলার অনুপাত বেশি!
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS