Breaking News

umrah visa

সৌদি সরকারের ঘোষণা: ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করা যাবে না

সৌদির অন্যান্য শহরে বসবাসরত বিদেশি বাসিন্দাদেরও ২৩ এপ্রিল থেকে মক্কায় প্রবেশের জন্য অনুমতি নিতে হবে

Umrah Visa Requirements for This Hajj Season %%page%% %%sep%% %%sitename%%

Umrah Visa

ক্লাউড টিভি ডেস্ক : আসন্ন হজ মরসুমকে সামনে রেখে সৌদি আরব প্রস্তুতি শুরু করে দিয়েছে । এই উপলক্ষে ২৩ এপ্রিল থেকে পবিত্র নগরী মক্কায় প্রবেশের জন্য বিশেষ অনুমতির বাধ্যবাধকতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়(umrah visa)। হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ রবিবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বর্তমানে উমরাহ ভিসায় সৌদি আরবে অবস্থানরত সব বিদেশি নাগরিককে ২৯ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের বেশি অবস্থানকে ভিসা (umrah visa) লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।

এছাড়া, সৌদির অন্যান্য শহরে বসবাসরত বিদেশি বাসিন্দাদেরও ২৩ এপ্রিল থেকে মক্কায় প্রবেশের জন্য অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কেউ মক্কা প্রবেশের চেষ্টা করলে চেকপয়েন্ট, বিশেষ করে আল-শুমাইসি চেকপয়েন্টে তাদের ফেরত পাঠানো হবে। তবে যাদের আবাসিক অনুমতি (ইকামা) মক্কা শহর থেকেই ইস্যু হয়েছে, তাদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য নয়।

আর কর্মসংক্রান্ত কারণে মক্কা বা পবিত্র স্থানগুলোতে যেতে হলে বিদেশি শ্রমিকদের ‘আবশের’ বা ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট অনুমতি নিতে হবে।
এছাড়াও, উমরাহ ভিসা (umrah visa) ইস্যুর জন্য ব্যবহৃত ‘নুসুক’ পোর্টাল থেকে ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত উমরাহ অনুমতি ইস্যু সাময়িকভাবে বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সদস্য দেশগুলোর নাগরিক এবং সৌদিতে বিভিন্ন ভিসায় বসবাসকারী বিদেশিদের ওপর প্রযোজ্য হবে।

#SaudiArabia #Mecca #Visa #Ban

আরও পড়ুন :

চিপকে বিধ্বস্ত চেন্নাই, সম্রাট ধোনির বিদায় সময় এসে গেল?

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি: ইলেকট্রনিক পণ্যে স্বস্তি, চীনা মোবাইলের দাম বাড়ছে না

ad

আরও পড়ুন: