Breaking News

PopeFrancisFuneral

সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে শনিবার পোপের শেষকৃত্য

পোপ ফ্রান্সিস, যিনি ২১ এপ্রিল ২০২৫ সালে ৮৮ বছর বয়সে ইস্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন, তাঁর শেষকৃত্য অনুষ্ঠান আগামী শনিবার, ২৬ এপ্রিল সকাল ১০টায় ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে অনুষ্ঠিত হবে।

PopeFrancisFuneral: Ceremony Details Revealed %%page%% %%sep%% %%sitename%%

PopeFrancisFuneral

ক্লাউড টিভি ডেস্ক: পোপ ফ্রান্সিসের শেষকৃত্য (PopeFrancisFuneral) আগামী শনিবার সকাল ১০টায় সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে হবে। চার্চের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিদের উপস্থিতিতে এই অনুষ্ঠান হবে। নেতৃত্ব দেবেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে।

শেষকৃত্যের শেষে তিনি ‘চূড়ান্ত সমর্পণ প্রার্থনা’ পাঠ করবেন, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পোপকে ঈশ্বরের হাতে সমর্পণ করা হবে। এরপর পোপের মরদেহ নিয়ে যাওয়া হবে রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায়, যেখানে তাকে সমাহিত করা হবে।

ভ্যাটিকান জানিয়েছে, বুধবার সকাল ৯টা থেকে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের কফিন সবার শ্রদ্ধা (PopeFrancisFuneral)  নিবেদনের জন্য রাখা থাকবে। শেষকৃত্য পর্যন্ত মানুষ সেখানে এসে শ্রদ্ধা জানাতে পারবে।

এদিকে তিনি হবেন গত এক শতাব্দীর মধ্যে প্রথম পোপ, যিনি ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার নিচে শায়িত না হয়ে রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায় সমাধিস্থ (PopeFrancisFuneral)  হবেন। তিনি একটি সাধারণ কাঠের কফিনে সমাহিত হতে চেয়েছেন, যেখানে অতীতের পোপরা তিন স্তরের (সাইপ্রাস, সীসা ও ওক কাঠের) কফিনে সমাধিস্থ হতেন।

IPL 2025 New Rules – আইপিএল নতুন নিয়মে

ভারতীয় ক্রিকেটারদের প্রতি কঠোর হলো বিসিসিআই, মানতে হবে দশটি নির্দেশ

 

বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ শোক জানাতে সেন্ট পিটার্স স্কয়ারে আসতে শুরু করেছেন।

পোপের শেষকৃত্য (PopeFrancisFuneral)  অনুষ্ঠানে থাকবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়র মিলেই। এছাড়াও উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে উপস্থিত হবেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও এতে উপস্থিত থাকবেন। থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও।

#PopeFrancisFuneral #StPetersBasilica #PapalFarewell

আরও পড়ুন :

পাহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ২৫: প্রধান পর্যটন কেন্দ্রে বিভীষিকা, গোটা দেশজুড়ে নিন্দা

বুমরাহ ও মান্ধানার যুগলবন্দি: উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার ভারতীয় দুই তারকা

ad

আরও পড়ুন: