Breaking News

Football Club WorldCup

ক্লাব বিশ্বকাপের মাঠ তৈরীর জন্য ফিফা ১ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে

নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের উন্মাদনা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে ফিফার এই সিদ্ধান্ত

Football Club WorldCup: The Exciting New Format %%page%% %%sep%% %%sitename%%

Football Club WorldCup

শান্তিপ্রিয় রায়চৌধুরী: ক্লাব বিশ্বকাপের (Football Club WorldCup) আয়োজক ১১টি শহরে ছোট মাঠ তৈরির জন্য এক মিলিয়ন ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে ফিফা। নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের উন্মাদনা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে ফিফার এই সিদ্ধান্ত।১১টি শহরে খেলা চলাকালীন নতুন প্রজন্ম যাতে ম্যাচগুলো ভালো ভাবে উপভোগ করতে পারে এবং ফুটবলের প্রতি তারা যাতে আরো আগ্রহী হয় সে দিকে চেয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

১৪ জুন পর্দা উঠছে নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপের(Football Club WorldCup)। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ইন্টার মায়ামি উত্তাপ ছড়াবে মিসরের আল আহলির বিপক্ষে।

ক্লাব বিশ্বকাপের বাজেট, ভেন্যু সবকিছুতেই বিশ্বকে চমকে দিতে চায় ফিফা। ক্লাব বিশ্বকাপের (Football Club WorldCup) প্রাইজমানি কাতার বিশ্বকাপের দ্বিগুণ। ১০০ কোটি ডলার। যেখানে মরুর বুকে প্রথম বিশ্বকাপ আয়োজনে কাতারে ব্যয় হয় ৪৪ কোটি ডলার। এরমধ্যে শিরোপাজয়ী দল পাবে ১২৫ মিলিয়ন ডলার। এই আসর থেকে ২০০ কোটি ডলার আয়ের আশা করছে ফিফা।

ফিফা ক্লাব বিশ্বকাপের (Football Club WorldCup) চ্যালেঞ্জ বাস্তবায়নে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ঘুরে বেড়াচ্ছেন সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। ১১টি ভেন্যুতে হবে ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচগুলো। এবার টেনেসির ন্যাশভিল পরিদর্শনে এসে এই সুখবর দিলেন সভাপতি। ক্লাব বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ফুটবলকে আকর্ষণীয় করে তুলতে ১১টি শহরে ছোট মাঠ নির্মাণে এই অর্থ বরাদ্দের ঘোষণা দিলেন ইনফ্যান্তিনো।

আরও পড়ুন :

বাংলাদেশে হিন্দুদের নতুন রাজনৈতিক পরিচয় ‘বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (BMJP)’

“আমার বাবা যোগ্য শিক্ষক” কোলের শিশুর হাতে প্ল্যাকার্ড, চাকরিচ্যুত শিক্ষক তাঁর ছোট ছেলেকে নিয়ে রাস্তায় নেমেছেন প্রতিবাদে

Facebook : https://www.facebook.com/CloudtvNews
Instagram : https://www.instagram.com/cloudtvnews/
x (twitter) : https://x.com/cloudTV_NEWS
Youtube: @cloud.tv24x7

ad

আরও পড়ুন: