Breaking News

Roanldo Al Nassr

আল নাশরের সঙ্গে নতুন চুক্তি রোনালদোর, বেতন মিনিট প্রতি ৪৮ হাজার টাকা!

আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন চুক্তি হয়েছে বাৎসরিক ১৬৭ দশমিক ৯ মিলিয়ন পাউন্ডের।

€500,000 A DAY:Cristiano Ronaldo's new contract will cost Al Nassr

Roanldo Al Nassr

শান্তিপ্রিয় রায় চৌধুরী : আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন চুক্তি হয়েছে বাৎসরিক ১৬৭ দশমিক ৯ মিলিয়ন পাউন্ডের।এই চুক্তি রোনালদোকে শুধু বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারই নয়, বরং সবচেয়ে বেশি বছর বয়সে এই রেকর্ড ধরে রাখার আসনে বসাবে। নতুন চুক্তিতে সপ্তাহে ৩ দশমিক ১৯ মিলিয়ন পাউন্ড উপার্জন করবেন রোনালদো। আর প্রতি মিনিটে তার বেতন হবে ৪৮ হাজার টাকা!

২০২৩ এর পর চলতি মরসুম শেষেই সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ হবে তার। অনেকেই প্রশ্ন করছে, রোনালদো কী সৌদি আরবেই থাকছেন না কি নতুন ঠিকানায় পাড়ি জমাবেন? সেই প্রশ্নের জবাব নিজে গেল গতকাল বুধবার। রোনালদো আল নাসরে থাকছেন তা নিশ্চিত হয়ে গেল।

অসম্ভবকে সম্ভব করাই যেন ক্রিস্টিয়ানো রোনালদোর কাজ। ক্যারিয়ারের শেষ লগ্নে এসেও এই ফুটবল মহাতারকা যা করলেন সেটা অবিশ্বাস্।যে বয়সে ফুটবল থেকে অবসরে যায় সবাই, সে বয়সে তিনি গড়ে যাচ্ছেন একের পর এক রেকর্ড। এবার যেটা তিনি করলেন তা শুধু রোনালদোকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারই নয়, বরং সবচেয়ে বেশি বছর বয়সে দামি ফুটবলার হওয়ার তকমা দেবে।

১ মিনিটের বিজ্ঞাপনে মেসির আয় করেন ১৫৩ কোটি টাকা!

একটা প্রীতি ম্যাচে রোনালদিনিও কত টাকা নেয় জানেন?

ad

আরও পড়ুন: