ফিরে দেখা ২০২৪: ক্রিকেট : এই বছরটা দেখালো একচ্ছত্র আধিপত্যের দিন শেষ!

কয়েকটা দিন বাদেই শেষ হয়ে যাচ্ছে ২০২৪। ক্লাউড টিভি তখন বিশ্ব ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলোতে চোখ ফেরাচ্ছে। দলীয় কিংবা ব্যক্তিগত নৈপুণ্যের উত্থান-পতনের অঙ্ক মিলিয়ে দেখছে। বছরান্তের এই আয়োজনে থাকছে ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটের সালতামামি।