লর্ডসে একদিনে ৯৪৩ শিশুকে ক্রিকেট শেখানোর বিশ্ব রেকর্ড, ইতিহাস গড়ল চান্স টু শাইন”

ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে, আর তীর্থভূমি লর্ডস। সেই ঐতিহাসিক মাঠেই এবার গড়ল এক অনন্য রেকর্ড—এক দিনে ৯৪৩ জন শিশুকে ক্রিকেট শেখাল দাতব্য সংস্থা Chance to Shine। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিল এই অসাধারণ কীর্তি