Breaking News

RIPDiogoJota

বিয়ের ১০ দিনের মধ্যে অকাল প্রয়াণে স্তব্ধ লিভারপুল ও পর্তুগাল ফুটবল মহল

“মাত্র ২৮ বছর বয়সে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পর্তুগালের আন্তর্জাতিক তারকা ডিয়োগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভা। তাঁদের মৃত্যুতে ফুটবল দুনিয়া আজ শোকাচ্ছন্ন।”

RIPDiogoJota: A Tragic Loss to Football %%page%% %%sep%% %%sitename%%

RIPDiogoJota

ক্লাউড টিভি  স্পোর্টস ডেস্ক :  ফুটবল বিশ্বে নেমে এসেছে গভীর শোক। স্পেনের জামোরার কাছে এক সড়ক দুর্ঘটনায় লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়োগো জোটা (RIPDiogoJota) এবং তার ভাই আন্দ্রে সিলভা মৃত্যুবরণ করেছেন। মাত্র ২৮ বছর বয়সী জোটার এমন অকাল প্রয়াণে স্তব্ধ লিভারপুল ক্লাব থেকে শুরু করে পর্তুগাল ফুটবল মহল—সবাই। তার ভাই আন্দ্রে ছিলেন এফসি পোর্তোর একাডেমির একজন প্রতিশ্রুতিশীল ফুটবলার।

দুই ভাইয়ের এই মর্মান্তিক মৃত্যু বৃহস্পতিবার ভোররাতে ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, জোটা ও আন্দ্রে একটি SUV গাড়িতে ভ্রমণ করছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তায় গড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের।

ইংলিশ ক্লাব লিভারপুল এক বিবৃতিতে জানায়,

“ডিয়োগো জোটার মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। তার এই অকালপ্রয়াণ আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। ক্লাবের পক্ষ থেকে তাঁর পরিবার, বন্ধু এবং সতীর্থদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।”

তারা আরও অনুরোধ করে, এই সময়ে ডিয়োগো ও আন্দ্রের পরিবারের গোপনীয়তা যেন সম্মান করা হয়। ক্লাব আরও জানিয়েছে, সমস্ত খেলোয়াড়দের মনস্তাত্ত্বিক সহায়তা দেওয়া হচ্ছে।

আনচেলত্তিকে পেতে ‘ছাড়েনি কিছুই’ ব্রাজিল, স্কালোনির তুলনায় ৪ গুণ বেতন

ক্লাব বিশ্বকাপে নেই যে তারকা ফুটবলাররা

পর্তুগিজ ফুটবল ফেডারেশন বলেছে,

“ডিয়োগো জোটা ছিলেন আমাদের গর্ব। মাঠের পারফরম্যান্সে যেমন অসাধারণ, ব্যক্তিজীবনেও ছিলেন নম্র, অনুপ্রেরণাদায়ক। তার মৃত্যুতে জাতীয় দল এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হারাল।”

পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো বলেন,

“ডিয়োগো জোটা শুধু ফুটবলার ছিলেন না, ছিলেন আমাদের ক্রীড়াঙ্গনের এক প্রতীক। তাঁর ও তাঁর ভাইয়ের এই অকালপ্রয়াণ জাতীয় শোকের দিন।”

ডিয়োগো জোটা ২০১৬ সালে উলভসের হয়ে ইংলিশ ফুটবলে যাত্রা শুরু করেন। সেখান থেকে লিভারপুলে যোগ দিয়ে দ্রুত হয়ে ওঠেন অন্যতম প্রধান ফরোয়ার্ড। জোটা খেলেছেন:

  • লিভারপুলের হয়ে: ১০৫ ম্যাচ, ৪৫ গোল

  • পর্তুগালের হয়ে: ৫৩ ম্যাচ, ১২ গোল

  • ইউরো ২০২১ ও বিশ্বকাপ ২০২২-এ গুরুত্বপূর্ণ ভূমিকা

তার ভাই আন্দ্রে সিলভা ছিলেন এফসি পোর্তোর যুব দলে সম্ভাবনাময় মিডফিল্ডার। বড় ভাইয়ের মতো তিনিও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতেন।

  • ক্রিশ্চিয়ানো রোনালদো ইনস্টাগ্রামে লেখেন, “এক ভাইয়ের মতো ছিলে, তোমার অভাব কোনোদিন পূরণ হবে না।”

  • মোহাম্মদ সালাহ বলেন, “ভেঙে পড়েছি…জোটা ছিল এক নিঃশব্দ লড়াকু।”

  • ফিফা ও উয়েফা পৃথক বিবৃতিতে তাদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে।

পর্তুগালে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিসবনের জাতীয় স্টেডিয়ামে তাঁদের শেষ শ্রদ্ধা জানানো হবে। রাষ্ট্রীয়ভাবে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী।

আরও পড়ুন :

উইম্বলডনে থামল তারভেটের স্বপ্ন, তৃতীয় রাউন্ডে আলকারাজ

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫: কোয়ার্টার ফাইনালের লড়াই জমে উঠেছে, এক নজরে সময়সূচি ও সম্ভাবনা

ad

আরও পড়ুন: