বল করার সময় ক্যানসারে আক্রান্ত বোনের মুখ মনে পড়ছিল আকাশ দীপের — এজবাস্টনে ইতিহাস গড়লেন বল হাতে

ভারতের টেস্ট ইতিহাসে এজবাস্টন জয়ের রূপকারদের একজন হয়ে উঠেছেন পেসার আকাশ দীপ। শুধু ক্রীড়াগত পারফরম্যান্সেই নয়, এই ম্যাচে দীপের আবেগও দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। ম্যাচে ১০ উইকেট নিয়ে ক্যানসারে আক্রান্ত বড় বোনকে উৎসর্গ করেছেন এই পেসার, যার প্রতিটি স্পেল ছিল এক মানসিক যুদ্ধ।