AndersonTendulkarTrophy
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড-ভারত ঐতিহাসিক টেস্ট সিরিজ এবার নতুন নামে পরিচিত হতে চলেছে। দীর্ঘদিন ‘পতৌদি ট্রফি’ নামে পরিচিত এই দ্বিপাক্ষিক সিরিজ এখন থেকে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’ (AndersonTendulkarTrophy) নামে মাঠে গড়াবে। এই যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে দুই দেশের সর্বকালের সেরা দুই কিংবদন্তি—শচীন টেন্ডুলকার এবং জেমস অ্যান্ডারসনকে এক অনন্য সম্মান জানানো হলো।
দুই দেশের ক্রিকেট সম্পর্কের ঐতিহাসিক সাক্ষী ছিলেন ইফতিখার আলি খান পতৌদি এবং মনসুর আলি খান পতৌদি। একজন ভিন্ন দুটি দেশের হয়ে টেস্ট খেলেছেন, আর অন্যজন ভারতের অন্যতম সেরা অধিনায়ক। সেই ঐতিহ্য স্মরণে এতদিন সিরিজটির নাম ছিল পতৌদি ট্রফি।
তবে আধুনিক যুগের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও প্রভাবশালী দুই ক্রিকেটারের প্রতি সম্মান দেখাতে BCCI ও ECB সিদ্ধান্ত নিয়েছে নাম পরিবর্তনের। তাতে ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে সিরিজটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইসিবি’র প্রস্তাব: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নতুন নাম হতে পারে “টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি”
শচীন টেন্ডুলকার: ২০০ টেস্টে ১৫০০০-এর বেশি রান, শতকের পর শতক গড়ে গড়েছেন ব্যাটিংয়ের এক নতুন মানদণ্ড। ভারতীয় ক্রিকেটকে এনে দিয়েছেন নতুন উচ্চতা।
জেমস অ্যান্ডারসন: ৭০০+ টেস্ট উইকেট, সর্বোচ্চ উইকেটশিকারি পেসার। সুইং বোলিংয়ের জীবন্ত কিংবদন্তি, যিনি ২০২৫ সালেও মাঠে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন।
এই দুজনের নামেই ((AndersonTendulkarTrophy)) এবার থেকে ইংল্যান্ড-ভারতের মধ্যকার টেস্ট লড়াই স্মরণীয় হয়ে থাকবে।
আগামী ২০ জুন লিডসের হেডিংলি স্টেডিয়ামে শুরু হতে চলা সিরিজের আগে, লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ট্রফি উন্মোচন করবেন এই দুই কিংবদন্তি।
এটি শুধুই এক প্রতীকী পদক্ষেপ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার এক শক্তিশালী বার্তা।
আরও পড়ুন :
বিদায় পিয়ুশ চাওলা: ভারতের দুই বিশ্বকাপজয়ী লেগ স্পিনারের অবসরের ঘোষণা
অন্ধকারেও দেখা যাবে! বিজ্ঞানীরা তৈরি করলেন যুগান্তকারী কনট্যাক্ট লেন্স