অনিমেষ কুজুর: ভারতের দ্রুততম মানব হয়ে ইতিহাস গড়লেন ছত্তিশগড়ের তরুণ

মাত্র ছ’ বছরের মধ্যেই ফুটবলার থেকে দৌড়বিদে পরিণত হয়ে এই প্রজন্মের স্বপ্ন হয়ে উঠেছেন অনিমেষ কুজুর। গত মে মাসে ২০০ মিটারেও ২০.৩২ সেকেন্ডে জাতীয় রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন হন। এবার ১০০ মিটারেও একই নজির স্থাপন করে ‘দ্রুততম ভারতীয়’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার কোচ মার্টিন ওউন্স বলেন, “আমরা এখনও তার সীমার প্রান্ত ছুঁইনি।”