Breaking News

Argentina Fans Ban

আসন্ন ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক, যুক্তরাষ্ট্রে খেলা দেখার সুযোগ হারাচ্ছেন ‘উগ্র সমর্থকেরা’

‘ত্রিবুনা সেগুরা’ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে সমর্থকদের অপরাধভিত্তিক তালিকা

Argentina Fans Ban: What You Need to Know %%page%% %%sep%% %%sitename%%

Argentina Fans Ban

 ১৩ মে ২০২৫ (ক্লাউড টিভি): ফুটবল যেন আর্জেন্টিনার জাতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর সেই আবেগ আর উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। তবে সেই আবেগ অনেক সময় সীমা ছাড়িয়ে উগ্রতায় রূপ নেয়—এমনটাই প্রমাণ করে দিলো আর্জেন্টিনা সরকার (Argentina Fans Ban)।

আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫, যা ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে সেখানে ১৫,০০০ আর্জেন্টাইন ফুটবল সমর্থককে স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। এ সিদ্ধান্তে আর্জেন্টিনায় যেমন বিস্ময়, তেমনি ফুটবল অঙ্গনে আলোচনা তুঙ্গে।

এই নিষেধাজ্ঞা (Argentina Fans Ban) আরোপ করেছে আর্জেন্টিনা নিজেই, যুক্তরাষ্ট্র নয়। আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী পাত্রিসিয়া বুলরিচ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,

“তালিকায় ১৫,০০০ জনেরও বেশি লোক রয়েছে যাদের স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে। আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আর্জেন্টিনার স্টেডিয়ামে কোনো অপরাধ করেছে এমন কোনো হিংস্র ব্যক্তি এই ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিতে পারবে না।”

নিষিদ্ধ সমর্থকদের তালিকা ইতোমধ্যেই বুয়েনস আইরেসে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হস্তান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও নিরাপত্তা কর্তৃপক্ষ সেই তালিকা অনুযায়ী মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করবে।

এই পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত বোকা জুনিয়র্স ও রিভার প্লেট ক্লাবের সমর্থকদের ঘিরে। ক্লাব দুটি ক্লাব বিশ্বকাপে অংশ নিতে চলেছে এবং তাদের সমর্থকদের ইতিহাস রয়েছে স্টেডিয়ামে হিংস্র আচরণ ও সংঘর্ষের। বিশ্বজুড়ে আর্জেন্টাইন সমর্থকদের একাংশ ‘বারা ব্রাভাস’ নামে পরিচিত, যারা অনেক সময় দলীয় সহিংসতা, বেআইনি কর্মকাণ্ড ও অপরাধমূলক চক্রের সঙ্গে জড়িত থাকে।

এই ‘উগ্র সমর্থকদের’ চিহ্নিত করতে ব্যবহার করা হয়েছে আর্জেন্টিনার নিজস্ব স্টেডিয়াম নিরাপত্তা ব্যবস্থা ‘ত্রিবুনা সেগুরা’। এটি একটি প্রযুক্তিভিত্তিক সনাক্তকরণ পদ্ধতি যা স্টেডিয়াম প্রবেশের সময় চেহারা, তথ্য ও পূর্ব অপরাধের রেকর্ড যাচাই করে।

বিশ্লেষকরা বলছেন, আর্জেন্টিনা সরকারের এই পদক্ষেপ দেশে এবং বিদেশে ফুটবল নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় বার্তা দিচ্ছে। এর মাধ্যমে তারা দেখাতে চাইছে যে, উগ্র সমর্থন আর হিংস্রতা মেনে নেওয়া হবে না।

বিশ্বজয়ের পর এবার এশিয়া ও আফ্রিকা সফরে আর্জেন্টিনা, ফিফা উইন্ডোতে চার ম্যাচ খেলবে স্কালোনির দল

ভারত সহ ১৩ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা সৌদির

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো প্রতিবাদ দেখা না গেলেও, ফুটবলপ্রেমীদের মধ্যে রয়েছে হতাশা। অনেকেই মনে করছেন, এমন কঠোর সিদ্ধান্তে প্রকৃত ফুটবলভক্তরাও ক্ষতিগ্রস্ত হবেন যাঁরা হয়তো ভুলভাবে তালিকাভুক্ত হয়েছেন।

এদিকে, এই বিশ্বকাপে বিশ্বের শীর্ষস্থানীয় ৩০টি ক্লাব অংশ নিচ্ছে। যেহেতু ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে, নিরাপত্তা নিশ্চিত করা দেশটির জন্য বড় চ্যালেঞ্জ।

এই পদক্ষেপ ফুটবলের পরিবেশকে শান্ত রাখতে সহায়তা করলেও এটি যেন নিরপরাধ ভক্তদের জন্য সমস্যা না হয়ে দাঁড়ায়—এমনটাই প্রত্যাশা ফুটবল মহলের।


#ClubWorldCup2025 #ArgentinaFansBan #FootballSecurity #BocaRiverSupporters

আরও পড়ুন :

ব্রিটেনের নাগরিক হতে এ বার অপেক্ষা করতে হবে ১০ বছর, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয় নাগরিকরা

দিলীপ ঘোষের স্ত্রীর একমাত্র ছেলে প্রীতমের রহস্যমৃত্যু, তদন্ত শুরু

ad

আরও পড়ুন: