ArgentinaInIndia KeralaFootball
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত হলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ভারত সফর। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের নভেম্বর মাসে ভারতের কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
শনিবার (২৩ আগস্ট) প্রকাশিত এএফএ-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “লিওনেল স্কালোনির নেতৃত্বাধীন আর্জেন্টিনা জাতীয় দল বছরের বাকি সময়ে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। প্রথমটি অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে, আর দ্বিতীয়টি নভেম্বর মাসে ভারতের কেরালা এবং অ্যাঙ্গোলার লুয়ান্ডায় অনুষ্ঠিত হবে।”
ভারতে আর্জেন্টিনার এই ম্যাচ অনুষ্ঠিত হবে কেরালার তিরুবনন্তপুরমের গ্রীনফিল্ড স্টেডিয়ামে। তবে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। ভারতের ফুটবল ফেডারেশন (AIFF) এ বিষয়ে আলোচনায় রয়েছে বলে সূত্রে জানা গেছে।
ভক্তদের সবচেয়ে বড় কৌতূহল— লিওনেল মেসি কি এই সফরে থাকবেন? ইন্টার মায়ামির এই তারকা এখনও স্কোয়াডে থাকার ব্যাপারে নিশ্চিত নন। এএফএ বিবৃতিতে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে আর্জেন্টিনার ফুটবল মহলে ধারণা করা হচ্ছে, মেসি না এলেও আর্জেন্টিনার মূল স্কোয়াডে অ্যাঞ্জেল ডি মারিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজসহ বর্তমান বিশ্বকাপজয়ী তারকারা থাকবেন।
বিশ্বজয়ের পর এবার এশিয়া ও আফ্রিকা সফরে আর্জেন্টিনা, ফিফা উইন্ডোতে চার ম্যাচ খেলবে স্কালোনির দল
এটি হবে আর্জেন্টিনা জাতীয় দলের দ্বিতীয় ভারত সফর। এর আগে ২০১১ সালে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল তারা। সেই দলে মেসি-হিগুয়েইন-ডি মারিয়ার মতো তারকারা উপস্থিত ছিলেন। কলকাতার সেই ম্যাচ ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছিল।
এদিকে চলতি মাসেই খবর বের হয়েছিল যে, মেসি ব্যক্তিগত সফরে ভারত ভ্রমণ করবেন। কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি ও আহমেদাবাদ— এই চারটি শহরে তার যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ফলে কেরালার ম্যাচের সঙ্গে এই সফরের যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও ভক্তদের মধ্যে বাড়ছে কৌতূহল।
আর্জেন্টিনার মতো বিশ্বচ্যাম্পিয়ন দলের ভারত সফরের খবর ছড়িয়ে পড়তেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। বিশেষত কেরালায় ফুটবলের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এখানকার গ্যালারিতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের লড়াই প্রায়শই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ফলে নভেম্বরের ম্যাচ ঘিরে গ্রীনফিল্ড স্টেডিয়ামে ভিড় জমবে বলে আশা করা হচ্ছে।
নভেম্বর ২০২৫-এ ভারত সফরে আসছে আর্জেন্টিনা জাতীয় দল।
কেরালার তিরুবনন্তপুরমের গ্রীনফিল্ড স্টেডিয়ামে হবে প্রীতি ম্যাচ।
প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।
মেসি আসবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
২০১১ সালের পর এটাই দ্বিতীয়বার ভারত সফরে আসছে আর্জেন্টিনা।
আরও পড়ুন :
ট্রেনের শৌচালয়ের ডাস্টবিনে মৃত শিশু, তদন্ত শুরু করেছে রেল পুলিশ