ArgentinaToWorldCup 2026
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির উপস্থিতি মানেই আলোচনার কেন্দ্রে আর্জেন্টিনা। তবে এবারের জয়টি এসেছে মূলত ‘মেসিহীন একাদশে’ দলের দৃঢ় পারফরম্যান্সের ফলেই। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে চিলিকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা শুধু বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত (ArgentinaToWorldCup 2026) করল না, বরং শীর্ষ স্থান ধরে রেখে নিশ্চিত করল তারা আমেরিকান অঞ্চল থেকে কোয়ালিফাই করা সর্বোচ্চ র্যাঙ্কের দল।
৬ জুন, শুক্রবার রাতে সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনালে প্রতিপক্ষ ছিল স্বাগতিক চিলি। আর্জেন্টিনার মূল একাদশে ছিলেন না মেসি। মাঠে নামেন ম্যাচের ৫৭তম মিনিটে। বদলি হিসেবে নামলেও কিছু নিখুঁত পাস ও একটি ফ্রি কিকের মাধ্যমে নিজের উপস্থিতি জানান দেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
তবে ততক্ষণে স্কোরবোর্ডে লেখা হয়ে গেছে একমাত্র গোলটি—যা এসেছিল হুলিয়ান আলভারেজের জাদুকরি পা থেকে। ম্যাচের প্রথমার্ধেই গোল করে দলকে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।
বিশ্বকাপে ইরানি সমর্থকদের ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ, দায়ে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা
দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১৫ ম্যাচ শেষে আর্জেন্টিনার সংগ্রহ ৩৪ পয়েন্ট। ১১টি জয়, একটি ড্র এবং মাত্র ৩টি হার—স্ক্যালোনির দলের দুর্দান্ত ফর্মই এই ফলের কারণ। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের সংগ্রহ ২৪ পয়েন্ট, যা থেকে আর্জেন্টিনা ১০ পয়েন্ট এগিয়ে। বাকি থাকা তিনটি ম্যাচ জিতেও ইকুয়েডরের পক্ষে তাদের ধরার উপায় নেই।
এই ফলাফলের অর্থ—২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা শীর্ষ দল হিসেবে নাম লেখাল এবং স্বাগতিক অঞ্চল থেকেই বিশ্বকাপে অংশ নিচ্ছে তারা। মূলত আমেরিকার মাটিতে বসতে যাওয়া আসরে আর্জেন্টিনা হবে ‘হোম কন্ডিশনে’ খেলা সবচেয়ে জনপ্রিয় দল।
এক সময়ের শক্তিশালী চিলি দল এখন ছন্দহীনতায় ভুগছে। বিশ্বকাপ বাছাইপর্বে তারা মাত্র ২টি জয় পেয়েছে, ৪টি ম্যাচ ড্র ও ৯টিতে হেরেছে। ১০ পয়েন্ট নিয়ে তারা রয়েছে সবার নিচে।
এই হারে চিলির বিশ্বকাপে খেলার শেষ আশাটুকুও নিভে গেল। ২০১০ এবং ২০১৪ সালের বিশ্বকাপে শেষ ষোলোয় পৌঁছানো দলের জন্য এটা এক চরম ব্যর্থতা।
আর্জেন্টিনা টানা চতুর্থবার বিশ্বকাপে খেলার সুযোগ পেল। সর্বশেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ২০২৬ সালে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে পারে বলে ধরে নিচ্ছে অনেকে। তার জন্য এই টুর্নামেন্ট হতে চলেছে আবেগঘন এক বিদায়মঞ্চ।
বিশ্লেষকরা বলছেন, “যেভাবে দলটা গড়ে উঠছে, তাতে করে আর্জেন্টিনা শুধু মেসির স্মৃতি নয়, টানা দ্বিতীয় বিশ্বকাপের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।”
আরও পড়ুন :
অন্ধকারেও দেখা যাবে! বিজ্ঞানীরা তৈরি করলেন যুগান্তকারী কনট্যাক্ট লেন্স
বিদায় পিয়ুশ চাওলা: ভারতের দুই বিশ্বকাপজয়ী লেগ স্পিনারের অবসরের ঘোষণা