Breaking News

AsiaCup2025 CricketDiplomacy

ঢাকায় এসিসি সভা নিয়ে আপত্তি বিসিসিআইয়ের, বাতিল হতে পারে এশিয়া কাপ!

ঢাকায় এসিসি সভা আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছে বিসিসিআই। রাজনৈতিক অস্থিরতা ও ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতির কথা তুলে সভা বয়কটের হুমকি দিয়েছে তারা। এতে এশিয়া কাপ আয়োজনে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

AsiaCup2025 CricketDiplomacy: Political Controversies %%page%% %%sep%% %%sitename%%

AsiaCup2025 CricketDiplomacy

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ২০ জুলাই ২০২৫ : এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) বার্ষিক সাধারণ সভা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্ক। সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ২৪ জুলাই, ঢাকায়। তবে, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এই সিদ্ধান্তে অসন্তুষ্ট এবং সভা বয়কটের হুমকি দিয়েছে। ফলে, শুধুমাত্র একটি সভার (AsiaCup2025 CricketDiplomacy) আয়োজন কেন্দ্র করেই প্রশ্নের মুখে পড়েছে আসন্ন এশিয়া কাপ ২০২৫

অনিশ্চয়তার মুখে এশিয়া কাপ – ভারত-পাক উত্তেজনায় টুর্নামেন্ট বিপাকে

ভারত-পাকিস্তানের সংঘাত, ক্ষতির মুখে পড়বে এশিয়ার ক্রিকেট, এমনকি বিশ্ব ক্রিকেটও


বিসিসিআইয়ের অভিযোগ ও অবস্থান

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, বিসিসিআই মনে করছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত-বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনা বিবেচনায় নিয়ে ঢাকায় এসিসি সভা আয়োজন করা অনুচিত। তারা বিকল্প ভেন্যুর প্রস্তাব দেয় এসিসিকে, কিন্তু এসিসি চেয়ারম্যান মোহসিন নাকভি এই বিষয়ে কোনো উত্তর দেননি।

এক বিসিসিআই সূত্র জানায়:

“আমরা যদি দেখি যে আমাদের নিরাপত্তা এবং রাজনৈতিক স্বার্থ উপেক্ষা করা হচ্ছে, তাহলে আমরা এই সভা বয়কট করব।”

এছাড়াও বলা হয়, এসিসি যদি ভারতীয় বোর্ডের উদ্বেগ আমলে না নেয়, তাহলে এশিয়া কাপ আয়োজনে ভারত সম্পূর্ণরূপে পিছিয়ে যেতে পারে।


পাকিস্তানের প্রভাব ও নেপথ্য রাজনীতি

বর্তমানে এসিসি-র চেয়ারম্যান মোহসিন নাকভি—যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। এর আগে পাকিস্তানও এশিয়া কাপ আয়োজন নিয়ে রাজনৈতিক বিবৃতি দিয়েছিল।
গত বছর হাইব্রিড মডেল প্রস্তাব করে পাকিস্তান ভারতকে তাদের দেশে খেলতে বললেও, বিসিসিআই সে প্রস্তাব নাকচ করে। সেই পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই আবার উত্তপ্ত হল এসিসি রাজনীতি।


এশিয়া কাপ ২০২৫: কী হতে পারে ভবিষ্যৎ?

এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব এবার ভারতের হাতে। ছয় দলের এই টুর্নামেন্ট সেপ্টেম্বর মাসে আয়োজনের কথা থাকলেও এখনো ভেন্যু ও সময়সূচি ঘোষণা হয়নি। ধারণা করা হচ্ছিল যে ২৪ জুলাইয়ের বার্ষিক সভাতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

কিন্তু ভারতের বয়কট হুমকির ফলে সভাটি ভেস্তে গেলে পুরো টুর্নামেন্ট নিয়েই অনিশ্চয়তা তৈরি হতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। তবে কূটনৈতিকভাবে বোর্ডটি চেষ্টা করছে যাতে পরিস্থিতি উত্তপ্ত না হয়। বিসিবি আশা করছে ভারত শেষ পর্যন্ত আলোচনায় ফিরবে এবং যৌথভাবে সমাধান খুঁজবে।

বিশেষজ্ঞদের মতে, ক্রিকেটে রাজনীতির প্রভাব দিন দিন বাড়ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বের অন্যতম প্রভাবশালী সংস্থা। তাদের সিদ্ধান্তে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট বাতিল হওয়ার ঘটনাও নতুন নয়। তবে তারা এটাও মনে করিয়ে দিচ্ছেন, ক্রিকেট প্রেমীদের স্বার্থে বোর্ডগুলোর উচিত সমঝোতা করা।

আরও পড়ুন :

৭০ বছর পূর্ণ হতেই পদত্যাগ, রজার বিনি আর বিসিসিআই সভাপতি নন

মনের মানুষকে প্রকাশ্যে আনলেন স্মৃতি মান্ধানা, জন্মদিনে প্রেমের বার্তা পলাশের

ad

আরও পড়ুন: