Breaking News

AsiaCup2025 Dubai

আট দলের অংশগ্রহণে ৫ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ, ফাইনাল ২১ সেপ্টেম্বর

৫ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ, খেলবে ৮ দল। রাজনৈতিক উত্তাপের মধ্যেই ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা থেকে চূড়ান্ত সিদ্ধান্তের পথে টুর্নামেন্ট।

AsiaCup2025 Dubai: Schedule and Venue Details %%page%% %%sep%% %%sitename%%

AsiaCup2025 Dubai

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ২৫ জুলাই ২০২৫ : এশিয়ান ক্রিকেটের সবচেয়ে প্রতীক্ষিত টুর্নামেন্ট এশিয়া কাপ শুরু হচ্ছে ৫ সেপ্টেম্বর, চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাত এবারের আসরের আয়োজক দেশ। সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই ও আবু ধাবিতে (AsiaCup2025 Dubai)

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে। তবে ঢাকায় চলমান এসিসি-র (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) বার্ষিক সাধারণ সভা শেষে আসতে পারে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা।

এবারের এশিয়া কাপে ৮টি দেশ অংশ নিচ্ছে।

  1. বাংলাদেশ

  2. ভারত

  3. পাকিস্তান

  4. শ্রীলঙ্কা

  5. আফগানিস্তান

  6. সংযুক্ত আরব আমিরাত

  7. ওমান

  8. হংকং

এশিয়ার শীর্ষ চার টেস্ট খেলুড়ে দেশ ছাড়াও এবার অংশ নিচ্ছে চারটি সহযোগী দেশ। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে।

ঢাকায় এসিসি সভা নিয়ে আপত্তি বিসিসিআইয়ের, বাতিল হতে পারে এশিয়া কাপ!

অনিশ্চয়তার মুখে এশিয়া কাপ – ভারত-পাক উত্তেজনায় টুর্নামেন্ট বিপাকে


ভেন্যু:

  • দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম

  • শেখ জায়েদ স্টেডিয়াম, আবু ধাবি

দুটি আন্তর্জাতিকমানের স্টেডিয়ামে আয়োজন করা হবে সব ম্যাচ। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের ফলে কিছু বিতর্ক তৈরি হয়েছে:

  • কিছুদিন আগেই বাংলাদেশ-ভারতের সাদা বলের সিরিজ স্থগিত হয়ে যায়।

  • এই রাজনৈতিক আবহেই, ভারতের ক্রিকেট বোর্ড (BCCI) এবারের এসিসি সভায় স্বশরীরে না এসে অনলাইনে যোগ দিচ্ছে।

  • একইভাবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান প্রতিনিধি দলও বাংলাদেশে না এসে ভার্চুয়ালভাবে যুক্ত হয়েছে।

তবে বাংলাদেশের কূটনৈতিক ও ক্রিকেট প্রশাসনিক মহলের তৎপরতায় সব পক্ষকে আলোচনায় একত্রিত করা সম্ভব হয়েছে।


সম্ভাব্য সূচি (আনুষ্ঠানিক নয়):

  • গ্রুপ স্টেজ: ৫–১২ সেপ্টেম্বর

  • সুপার ফোর/সেমিফাইনাল: ১৪–১৮ সেপ্টেম্বর

  • ফাইনাল: ২১ সেপ্টেম্বর

(সম্পূর্ণ সূচি এসিসি সভা শেষে প্রকাশিত হবে)

আরও পড়ুন :

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ভারতীয় দলে চমক! ঋষভ পন্থের জায়গায় ডাক পেলেন এন. জগদীশন

প্রথমবার ইউরো ফাইনালে স্পেন, অতিরিক্ত সময়ে বোনমাতির গোলেই জার্মানিকে বিদায়

ad

আরও পড়ুন: