Breaking News

INDvsPAK Haris Rauf Statement

এশিয়া কাপে ভারতকে দু’বার হারানোর হুংকার পাকিস্তানের রউফের

এশিয়া কাপ ঘিরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই জমে উঠেছে নানা মন্তব্যে। পাকিস্তানি পেসার হারিস রউফ সমর্থকদের সামনে ঘোষণা করেছেন যে ভারতকে দু’বার হারাবেন তারা। এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভারতীয় ভক্তরা অতীত রেকর্ড দেখিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেখা যায় ।

INDvsPAK Haris Rauf Statement on Cricket Rivalry %%page%% %%sep%% %%sitename%%

INDvsPAK Haris Rauf Statement

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা মাঠের বাইরেও নানা রূপে প্রতিফলিত হলেও ক্রিকেট মাঠে এর প্রভাব বরাবরই সবচেয়ে স্পষ্টভাবে অনুভূত হয়। দীর্ঘ এক যুগ ধরে এই দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না, অথচ আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি সংঘর্ষ সবসময়ই ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এশিয়া কাপকে ঘিরেও এবার পরিস্থিতি তার ব্যতিক্রম নয়। যেহেতু একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান, তাই তাদের সরাসরি লড়াই অবশ্যম্ভাবী, যা ক্রিকেটপ্রেমীদের মাঝে চরম উত্তেজনা তৈরি করেছে।

এশিয়া কাপের দলে নাম ঘোষণা করার পরপরই পাকিস্তানি ক্রিকেটাররা অনুশীলনের জন্য আগেভাগেই দুবাইয়ে পৌঁছে গেছেন। সেখানে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে তারা আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন। এমন এক সেশন চলাকালীন যখন স্থানীয় কয়েকজন সমর্থক অনুশীলন দেখতে মাঠে হাজির হয়েছিলেন, তখনই ঘটে আলোচিত ঘটনাটি। সেই সমর্থকদের একজন সরাসরি হারিস রউফকে প্রশ্ন করেন—“ভারতের সঙ্গে তো দু’বার খেলা হবে, তাই তো?” প্রশ্ন শুনেই তিনি নিঃসংকোচে উত্তর দেন: “দু’বারই হারাব।” তার এই মন্তব্য (INDvsPAK Haris Rauf Statement) মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তুমুল আলোচনার জন্ম দেয়।

পাকিস্তানি সমর্থকরা রউফের এই বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করলেও ভারতীয় নেটিজেনরা ঠিক উল্টো প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা বিভিন্ন পরিসংখ্যান সামনে এনে মনে করিয়ে দিচ্ছেন যে আন্তর্জাতিক টুর্নামেন্টে পাকিস্তানের রেকর্ড ভারতের তুলনায় খুবই হতাশাজনক। সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে সহজেই হেরেছিল পাকিস্তান, যেখানে তারা ব্যাটিং এবং বোলিং—দুই বিভাগেই ভেঙে পড়েছিল। তাছাড়া গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে সেভাবে চাপে ফেলতে পারেনি পাকিস্তান; বরং ১২০ রান তাড়া করতে গিয়েও ধস নামায় ব্যাটিং লাইনআপে।

অন্যদিকে, এমন প্রেক্ষাপটে রউফের মন্তব্যকে অনেক ক্রিকেট বিশ্লেষক মানসিক যুদ্ধ বা মাইন্ড গেম হিসেবে দেখছেন। তাদের মতে, বড় ম্যাচের আগে প্রতিপক্ষের ওপর মানসিক চাপ সৃষ্টি করাই মূল লক্ষ্য। যদিও বাস্তবতা হলো চাপের ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তান প্রায়শই ব্যর্থ হয়েছে এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তবে এশিয়া কাপ ঘিরে রউফ সহ পুরো পাকিস্তানি শিবির যে উচ্চ আত্মবিশ্বাসে ভরপুর তা স্পষ্ট।

ঢাকায় এসিসি সভা নিয়ে আপত্তি বিসিসিআইয়ের, বাতিল হতে পারে এশিয়া কাপ!

ওয়ানডে দলের নেতৃত্বে আসছে বড় চমক, বিসিসিআইয়ের নজরে শ্রেয়াস আইয়ার

এই এশিয়া কাপে ভারত, পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত একই গ্রুপে পড়েছে। অর্থাৎ ভারত-পাকিস্তান চাই বা না-চাই একবার মুখোমুখি হবেই। কিন্তু যদি দুই দলই গ্রুপপর্ব পার করে সুপার ফোরে পৌঁছে যায়, তাহলে আবারও একে অপরকে প্রতিপক্ষ হিসেবে দেখতে হবে। ঠিক এই সম্ভাবনার কারণেই সমর্থকের প্রশ্নের জবাবে রউফ বলেছেন ‘দু’বারই হারাব’।

তবে ইতিহাস বলছে ভিন্ন কথা। এখন পর্যন্ত এশিয়া কাপে ভারত-পাকিস্তান মোট ১৬ বার মুখোমুখি হয়েছে এবং ভারত তার মধ্যে ৯টি ম্যাচে জয় পেয়েছে। পাকিস্তানের জয় এসেছে ৬টি ম্যাচে, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তাই অনেকেই মনে করছেন যে অতীতের রেকর্ডের চাপ এড়িয়ে যেতে চাইছে পাকিস্তান, আর সেই কারণেই এমন আত্মবিশ্বাসী বক্তব্য দিচ্ছেন তাদের ক্রিকেটাররা।

তবে রউফের এই দাবি বিশ্ব ক্রিকেটে আগ্রহ বাড়িয়ে দিয়েছে নিঃসন্দেহে। কারণ ক্রিকেট সবসময়ই অনিশ্চয়তার খেলা, আর ভারত-পাকিস্তান ম্যাচে সেটি আরও বহুগুণ বেড়ে যায়। কোটি কোটি দর্শক চোখ রাখবে দুবাই স্টেডিয়ামের দিকে, যেখানে ক্রিকেট ছাড়াও থাকবে আবেগ, রাজনীতি এবং ইতিহাসের চাপ। এখন দেখার বিষয় হলো পাকিস্তানের এই আত্মবিশ্বাস মাঠে কতটা প্রতিফলিত হয়।

আরও পড়ুন :

গঙ্গাসাগরে বিরোধী দলনেতার মন্তব্যের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল

জীবনকৃষ্ণের জীবন কি একটি পুকুর বাঁচাতে পারবে? এটাই এখন সব থেকে প্রশ্ন

ad

আরও পড়ুন: