BabarAzam ICCRecords
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক: ক্রিকেট দুনিয়ার আধুনিক যুগে ব্যাট হাতে দাপট দেখানো চার মহারথীর নাম উঠে আসে বারবার—বিরাট কোহলি, জো রুট, স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসন। এই ‘ফ্যাব ফোর’-এর মাঝেই চুপিসারে নিজের আলাদা রাজত্ব গড়ে তুলেছেন পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ বাবর আজম (BabarAzam ICCRecords)। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে খানিকটা ছন্দহীন থাকলেও, পরিসংখ্যান বলছে অন্য কথা।
২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৪ জুলাই পর্যন্ত সময়কালে বাবর আজম আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার নজির গড়েছেন। এই সময়কালে তিনি ১১ হাজার ৯৯২ রান করেছেন, যার মধ্যে রয়েছে সর্বাধিক ফিফটির সংখ্যাও। বাবর করেছেন ৮৫টি ফিফটি—যা আধুনিক ক্রিকেটে এক দুর্দান্ত রেকর্ড।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তিনি করেছেন ১১,৩৪৫ রান এবং ফিফটি করেছেন ৬৫টি। যদিও কোহলির অনেক ইনিংসেই সেঞ্চুরি এসেছে, তবু বাবরের ধারাবাহিকতার সঙ্গে তিনি তাল মিলিয়ে চলতে পারেননি।
পেলে-ম্যারাডোনা নয়, সর্বকালের সেরা ফুটবলারের তকমা পেলেন লিওনেল মেসি
বল করার সময় ক্যানসারে আক্রান্ত বোনের মুখ মনে পড়ছিল আকাশ দীপের — এজবাস্টনে ইতিহাস গড়লেন বল হাতে
তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তিনি ৫০টি ফিফটি হাঁকিয়ে করেছেন ১০,৯৭৫ রান। চতুর্থ স্থানে রয়েছেন ভারতীয় বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। তার ঝুলিতে রয়েছে ৫৩টি ফিফটি ও ১০,২২৮ রান।
এই তালিকা থেকে বাইরে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। যদিও তারা এখনো সক্রিয় ক্রিকেটার, তবে ফর্ম ও ইনজুরির কারণে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতা রক্ষা করতে পারেননি।
বাবরের এই অর্জন আরও তাৎপর্যপূর্ণ, কারণ তিনি বর্তমানে পাকিস্তান জাতীয় দলের বাইরে। নির্বাচকরা সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতার কারণে তাকে দল থেকে বাদ দিয়েছেন। কিন্তু ব্যাটে তার সামগ্রিক পরিসংখ্যান এবং ধারাবাহিকতা তার ক্লাস ও দক্ষতার বড় প্রমাণ।
ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, “বাবর হয়তো এখন ফর্মে নেই, কিন্তু দীর্ঘ সময় ধরে সে যেভাবে রান করে এসেছে, সেটা বিশ্ব ক্রিকেটে বিরল। এমন ধারাবাহিকতা শুধু প্রতিভা নয়, মানসিক দৃঢ়তারও প্রতিচ্ছবি।”
এত কিছুর পরও প্রশ্ন উঠছে—বিশ্বক্রিকেটে আধুনিক যুগের ‘ফ্যাব ফোর’ তালিকায় কি বাবর আজমকেই এখন শীর্ষে রাখতে হবে? পরিসংখ্যান কিন্তু সে দিকেই ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন :
রুটের পর স্টোকসের সেঞ্চুরি, শূন্য রানে ২ উইকেট ভারতের