Breaking News

BCCI

বিসিসিআইই (BCCI) বিশ্বের ধনী ক্রিকেট বোর্ড, ধারে কাছে কেউ নেই

আয়ের দিক থেকে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ভারতের বিসিসিআই (BCCI)। চলতি অর্থ বছরে বিসিসিআইয়ের (BCCI) আয় দেখলে চোখ কপালে উঠবে। ২০২৩-২৪ অর্থ বছরে ভারতীয় বোর্ডের আয় বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৬ কোটি টাকা। গেল বছরের তুলনায় যা বেড়েছে ৪২০০ কোটি টাকা।

BCCI worlds richest cricket board

BCCI

শান্তিপ্রিয় রায় চৌধুরী: আয়ের দিক থেকে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ভারতের বিসিসিআই (BCCI)। চলতি অর্থ বছরে বিসিসিআইয়ের (BCCI) আয় দেখলে চোখ কপালে উঠবে। ২০২৩-২৪ অর্থ বছরে ভারতীয় বোর্ডের আয় বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৬ কোটি টাকা। গেল বছরের তুলনায় যা বেড়েছে ৪২০০ কোটি টাকা।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ), ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চলতি বছরের আয়ের তিনগুনেরও বেশি ভারতের এক বছরের আয়। শুধু তাই নয়, শীর্ষ ১০ বোর্ডের আয় একত্র করলেও বিসিসিআইয়ের (BCCI) চলতি বছরের আয়ের ধারেকাছে কেউ নেই।

ভারতীয় বোর্ডের প্রতি বছর এই আয় বৃদ্ধির কারণ কী? মূলত, আইপিএল ও দ্বিপাক্ষিক সিরিজের মিডিয়া স্বত্ব বিক্রি করেই আয়ের দিক থেকে ফুলে ফেঁপে উঠছে বিসিসিআই (BCCI)। সম্প্রতি বিসিসিআইয়ের আয়ের একটি রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানেই উঠে এসেছে ভারতীয়দের আয়ের হিসেব। গেল অর্থ বছরে ভারতীয় বোর্ডের (BCCI) আয় ছিল ১৬ হাজার ৪৯৩ কোটি টাকা। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৬ কোটি টাকাতে । গেল বছরের সঙ্গে এ বছরের আয় বৃদ্ধির পরিমাণ হিসেব করতে গেলে চোখ কপালে উঠবে । চলতি বছর বিসিসিআইয়ের (BCCI) আয় বেড়েছে ৪২০০ কোটি টাকা।

বিসিসিআই (BCCI) থেকে আইসিসি যে আয় করে তার বড় অংশ আসে ভারতীয় স্পন্সরদের কাছ থেকে। মূলত ভারত দলের খেলা সম্প্রচার ও বড় টুর্নামেন্টে স্পন্সরে মোট অংকের অর্থ লগ্নি করে ভারতীয় প্রতিষ্ঠানগুলো। তাই আইসিসির লভ্যাংশের বড় একটা অংশ পায় রোহিত-কোহলিদের বোর্ড (BCCI)। শুধু তাই নয়,২০২২ এর জুনে আইপিএলের মিডিয়া স্বত্ব পাঁচ বছরের জন্য বিক্রি করে ভারতীয় ক্রিকেট বোর্ড ৪৮,৩৯০ কোটি টাকায় মিডিয়া রাইটস বিক্রি করেছে।

x (twitter) – https://x.com/cloudTV_NEWS

বিসিসিআইয়ের (BCCI) লক্ষ্য ছিল ২০২৩-২৪ অর্থ বছরে অন্তত ৭৪৭৬ কোটি টাকা আয়ের। তবে, এ যেন মেঘ না চাইতে বৃষ্টি! বিসিসিআইয়ের আয় পরিকল্পনার চেয়েও বেশি হয়েছে ২০২৩-২৪ অর্থ বছরে। তাদের কোষাগারে আয়ের পরিমাণ ৮৯৯৫ কোটি টাকা। বিসিসিআইয়ের ফান্ডের পরিমাণ ৬৩৬৫ কোটি টাকা থেকে বেড়ে দাড়িয়েছে ৭৯৮৮ কোটিতে।

দেখা যাচ্ছে, ২০২৩-২৪ অর্থ বছরে ভারতের আয়ের ধারেকাছে নেই কেউ। বিশ্বের অন্য তিনটি শক্তিশালী ক্রিকেট বোর্ডের আয় একত্র করলেও বিসিসিআইয়ের (BCCI) আয়ের সমান হবে না।

চলতি অর্থ বছরে সেপ্টেম্বর পর্যন্ত, ক্রিকেট অস্ট্রেলিয়ার আয় ৬৫৮ কোটি টাকা । ইংল্যান্ডের প্রায় ৪২৯ কোটি টাকা আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের আয় ৪৫৮ কোটি টাকা।

আর শীর্ষ ১০টি বোর্ডের আয় একত্র করলে পরিমাণ দাঁড়ায় ৩১০৮ কোটি টাকা। যা বিসিসিআইয়ের চলতি অর্থ বছরে যে আয় বেড়েছে তার চেয়েও ১০০০ কোটি টাকা কম।

ভারতীয় বোর্ডের (BCCI) আয় যে ভাবে বাড়ছে তাতে ধারণা করা হচ্ছে আগামী অর্থ বছরে বোর্ডের রোজগার আরও কয়েক গুণ বাড়বে।

আরও পড়ুন : https://cloudtv.news/lifestyle/cucumber-in-winter-some-precautions/

এক কিংবদন্তি ফাস্ট বোলারের মর্মান্তিক পরিণতি

পরের বার তাকে আর কেউ বেঙ্কটেশ বলে ডাকা যাবে নাl ডক্টর বেঙ্কটেশ আইয়ার (venkatesh iyer) বলে সম্বোধন করতে হবে

ad

আরও পড়ুন: