এক বছরে বিসিসিআইয়ের আয় প্রায় ১০ হাজার কোটি!

২০২৩-২৪ অর্থবছরে বিসিসিআইয়ের আয় ছুঁয়েছে ১০ হাজার কোটির দোরগোড়া। তার প্রায় ৬০%-এর উৎস আইপিএল। মহিলা ক্রিকেট ও আন্তর্জাতিক ম্যাচ থেকেও এসেছে উল্লেখযোগ্য আয়। বিসিসিআই এখন কেবল ভারত নয়, আন্তর্জাতিক ক্রিকেট অর্থনীতিরও অন্যতম স্তম্ভ।