BrazilVsEcuador
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ শুরু করতে পারেননি ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি। ইকুয়েডরের মাঠে তার নেতৃত্বে প্রথম ম্যাচেই গোলশূন্য ড্র (BrazilVsEcuador) করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটি দেখলে বোঝা যেত না কোন দলটি ব্রাজিল—গাঢ় হলুদ জার্সি না হলে হয়তো চিনতেই পারতেন না সমর্থকরা।
৬ জুন, এস্তাদিও মনুমেন্টালে স্বাগতিক ইকুয়েডরের বিপক্ষে পুরো ম্যাচজুড়েই ছন্দহীন ছিল ব্রাজিল। ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, লুকাস পাকেতারা কেউই ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেননি। পাসের অসঙ্গতি, মিডফিল্ডে ছন্নছাড়া মুভমেন্ট, এবং রক্ষণে অস্থিরতা—সব মিলিয়ে আনচেলত্তির ব্রাজিলকে একেবারে অগোছালো লেগেছে।
অন্যদিকে ইকুয়েডর বেশ গোছানো ফুটবল খেলেছে (BrazilVsEcuador)। বল দখল, মুভমেন্ট ও আক্রমণে তারা ছিল এগিয়ে। ফিনিশিংয়ে একটু নিখুঁত হলে হয়তো পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ত লাতিন আমেরিকার এই উদীয়মান শক্তি।
ব্রাজিলের মিডিয়া ও সমর্থকদের একাংশ আনচেলত্তির একাদশ নিয়ে আগে থেকেই সন্দিহান ছিলেন। প্রথম দিনের ট্রেনিংয়ের পরই সংবাদমাধ্যমে যে একাদশ ফাঁস হয়, সেটাই মাঠে নামান অভিজ্ঞ ইতালিয়ান কোচ। তবে তার কৌশল যে ব্রাজিলের ডিএনএর সঙ্গে এখনো ঠিক মানিয়ে নেয়নি, তা স্পষ্ট ম্যাচজুড়ে।
মাঠে ছিল না কোনো ছন্দ, ছিল না ফ্লেয়ার। আক্রমণ গড়ার মতো ধারাবাহিকতা ছিল না বলেই উল্লেখ করছেন বিশ্লেষকরা।
চিলিকে হারিয়ে শীর্ষস্থানে থেকেই বিশ্বকাপে আর্জেন্টিনা, আমেরিকান মাটিতে ‘ট্যাঙ্গো’র প্রস্তুতি চূড়ান্ত
এই ড্রয়ের ফলে ১৫ ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ ২২ পয়েন্ট, যা নিয়ে তারা অবস্থান করছে চতুর্থ স্থানে। তাদের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে দ্বিতীয় স্থানে ইকুয়েডর (২৪ পয়েন্ট)। প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আর্জেন্টিনা (৩৪ পয়েন্ট) এবং উরুগুয়ে (২৩ পয়েন্ট)।
বাছাইপর্বে এখনও কিছু ম্যাচ বাকি থাকলেও টপ থ্রিতে ফেরার জন্য ব্রাজিলের সামনে সময় এখনই চ্যালেঞ্জিং।
আরও পড়ুন :
বিশ্বকাপে ইরানি সমর্থকদের ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ, দায়ে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা
বিশ্বকাপে ইরানি সমর্থকদের ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ, দায়ে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা