MohammedShami ThreatEmail
৬ মে ২০২৫ (ক্লাউড টিভি):ভারতের জাতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শামি এবার হত্যার হুমকি পেয়েছেন। পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ড এবং গৌতম গম্ভীরকে ই-মেইলে (MohammedShami ThreatEmail) হুমকির ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার শামিকে একটি ই-মেইলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে এক কোটি টাকা। ঘটনাটি সোমবার (৫ মে) সামনে আসে, যখন শামির ভাই হাসিব উত্তর প্রদেশের আমরোহার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি নির্দিষ্ট ই-মেইল (MohammedShami ThreatEmail) আইডি থেকে মোহাম্মদ শামির ব্যক্তিগত ঠিকানায় একটি বার্তা পাঠানো হয়, যেখানে তাকে হত্যা করার হুমকির পাশাপাশি ১ কোটি টাকা দাবি করা হয়। ই-মেইলটির প্রেরকের নাম দেওয়া হয়েছে “রাজপুত সিন্দর”। এই নাম ও তথ্যই এফআইআরে উল্লেখ করেছেন শামির ভাই হাসিব।
এই হুমকির বিষয়টিকে যথেষ্ট গুরুতর বলে বিবেচনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং ওই ই-মেইল আইডির উৎস অনুসন্ধান শুরু করেছে সাইবার অপরাধ তদন্তকারী দল।
শেন ওয়ার্নের মৃত্যুর তিন বছর পর প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য
আমরোহার সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এফআইআরটি গ্রহণ করেছে এবং ইন্ডিয়ান পেনাল কোড, ২০২৩ এর ৩০৮(৪) ধারা, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, ২০০৮ এর ৬৬ডি ও ৬৬ই ধারা অনুযায়ী মামলাটি রেকর্ড করা হয়েছে। এই ধারাগুলোর আওতায় হুমকি দেওয়া, পরিচয় ভুয়া হিসেবে উপস্থাপন করা এবং ইলেকট্রনিক মাধ্যমে অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
উত্তর প্রদেশের পুলিশ সুপারিনটেনডেন্ট (SP) মামলাটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন এবং দ্রুত অভিযুক্তকে শনাক্ত করার নির্দেশ দিয়েছেন।
গৌতম গম্ভীরের পর এবার মোহাম্মদ শামিকে এই ধরনের হুমকির মুখে পড়তে হওয়ায় ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের হুমকি বাড়তে থাকায় কেন্দ্রীয় সরকার এবং বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) ক্রীড়াবিদদের নিরাপত্তা নিয়ে চিন্তিত।
BCCI সূত্র জানিয়েছে, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে শামির নিরাপত্তা জোরদার করার জন্য রাজ্য সরকারকে অনুরোধ জানাবে।
সাইবার পুলিশ ইতোমধ্যে মেইলটি (MohammedShami ThreatEmail) যে সার্ভার থেকে পাঠানো হয়েছে, সেটি ট্র্যাক করার কাজ শুরু করেছে। পাশাপাশি মেইলের মধ্যে কোনো স্প্যাম, হ্যাকিং বা সাইবার টেররিজম সংক্রান্ত উপাদান রয়েছে কি না, সেটিও পরীক্ষা করা হচ্ছে। তারা মনে করছে, এই হুমকি একটি সংগঠিত চক্রের কাজও হতে পারে।
তদন্ত কর্মকর্তারা বলছেন, যদি প্রমাণ পাওয়া যায় যে এটি কোনো বড় চক্রান্তের অংশ, তবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকেও তদন্তে অন্তর্ভুক্ত করা হবে।
#MohammedShami #ThreatEmail #CyberCrime #IndianCricket #SecurityAlert #GautamGambhir #UPPolice #ITAct2008 #BCCI #CricketerThreat #AmrohaNews #RajputSindar #IndiaNews #CricketSecurity #MHA #CyberInvestigation
আরও পড়ুন :
জমে উঠেছে আইপিএল প্লে-অফের লড়াই, যেতে কার কী সমীকরণ?
রোহিত শর্মার ডেপুটির পদ হারাতে চলছেন বুমরাহ, সিদ্ধান্ত বিসিসিআইয়ের