Breaking News

Bumrah controversy

ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর বিরুদ্ধে স্যান্ডপেপার কেলেঙ্কারির সন্দেহ দানা বেঁধেছে

সন্দেহের দেখা দিয়েছে একটি ভিডিও থেকে। ভিডিওতে দেখা যায়, অস্ট্রেলিয়ার ইনিংসের সময় তিনি জুতা খুলে ঝারছেন। জুতা থেকে স্যান্ডপেপারসদৃশ একটি বস্তু বেরিয়ে আসে। বুমরাহ আবার জুতা পরে নেন। এ সময় তার হাতে মুঠোবন্দী থাকে স্যান্ডপেপারটি।

Bumrah controversy against bumrah the indian fast bowler

Bumrah Controversy

ক্লাউড টিভি ডেক্স :বুমরাহর বিরুদ্ধে স্যান্ডপেপার কেলেঙ্কারির সন্দেহের তির! সিডনি টেস্টে এই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে (Bumrah controversy)।

সন্দেহের দেখা দিয়েছে একটি ভিডিও থেকে। ভিডিওতে দেখা যায়, অস্ট্রেলিয়ার ইনিংসের সময় তিনি জুতা খুলে ঝারছেন। জুতা থেকে স্যান্ডপেপারসদৃশ একটি বস্তু বেরিয়ে আসে। বুমরাহ আবার জুতা পরে নেন। এ সময় তার হাতে মুঠোবন্দী থাকে স্যান্ডপেপারটি।

স্যান্ডপেপারের ব্যবহার ক্রিকেটে নিষিদ্ধ। এর মাধ্যমে বলের একপাশ ঘষে রাফ করাতে চেষ্টা করেন ফিল্ডিং দলের ক্রিকেটাররা। রাফ সাইড দিয়ে বাতাস তুলনামূলক কমগতিতে যাওয়ায় বলের সিম পজিশনের বিপরীত দিক থেকে সুইং আদায় করা সম্ভব হয়। ফলে ব্যাটাররা বোকা বনে গিয়ে উইকেট ছুড়ে দেন।

কেউ কেউ বলছেন, স্যান্ডপেপার কেলেঙ্কারি ঢাকতেই বুমরাহ ‘ইনজুরি-নাটক’ সাজিয়েছে। যদিও বুমরাহর বিরুদ্ধে ম্যাচ আম্পায়াররা কোনো অভিযোগ এখন পর্যন্ত করেননি।

উল্লেখ্য ২০১৮ সালে অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফরে স্যান্ডপেপার কেলেঙ্কারি হয়েছিল। এই অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দল। বলে স্যান্ডপেপার ঘষেছিলেন ক্যামেরন ব্যানক্রফট। এর জন্য স্মিথ ও তার সহকারী ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর ব্যানক্রফট নিষেধাজ্ঞা পেয়েছিলেন ৯ মাসের।

 

বছর শেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে জায়গা হয়নি অজি অধিনায়কের,অধিনায়ক হলেন বুমরাহ!

১৪.৯২ গড়ে ৭১ উইকেট—বুমরার মতো বোলার ক্রিকেট দৃশ্য দেখেনি অনেকদিন

ad

আরও পড়ুন: