ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর বিরুদ্ধে স্যান্ডপেপার কেলেঙ্কারির সন্দেহ দানা বেঁধেছে

সন্দেহের দেখা দিয়েছে একটি ভিডিও থেকে। ভিডিওতে দেখা যায়, অস্ট্রেলিয়ার ইনিংসের সময় তিনি জুতা খুলে ঝারছেন। জুতা থেকে স্যান্ডপেপারসদৃশ একটি বস্তু বেরিয়ে আসে। বুমরাহ আবার জুতা পরে নেন। এ সময় তার হাতে মুঠোবন্দী থাকে স্যান্ডপেপারটি।