বুমরা জ্বলে উঠলে জয়, না হলে দুর্দশা! পরিসংখ্যানেই মিলছে ভারতের টেস্ট ভাগ্যের ছক

পরিসংখ্যানই বলছে—যশপ্রীত বুমরা যদি চতুর্থ ইনিংসে উইকেট না পান, তাহলে ভারতীয় দল জয়ের আশা প্রায় হারিয়েই বসে। টেস্ট ক্রিকেটে ভারতের চালচিত্র বদলাচ্ছেন তিনি একাই