‘বুমরাহ কোহিনূর হীরার মতোই মূল্যবান’— প্রশংসার বন্যায় ভারতীয় পেস তারকা

“তিনি শুধু দ্রুত গতির বোলার নন, বরং কৌশলের মাস্টার।
ডেলিভারির বৈচিত্র্য, সুইং, ইয়র্কার, এবং চাপের মধ্যে নিজেকে ধরে রাখার ক্ষমতা—সব কিছু মিলিয়ে বুমরাহই ভারতের একমাত্র ‘ব্যাটসম্যান-বিপদসঙ্কেত’।”