সিএবি পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : শনিবার সন্ধ্যায় কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB)-এর সিএবি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ক্রিকেটার, প্রাক্তন খেলোয়াড়, প্রশাসক এবং ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানমঞ্চে রঙিন আবহ তৈরি হয়।
এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ইংল্যান্ড সফরে নজরকাড়া পারফরম্যান্স করা বাংলার পেসার আকাশ দীপ। ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পাওয়ার জন্য তাঁকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পুরস্কারটি তাঁর হাতে তুলে দেন প্রাক্তন ভারত অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের হাত থেকে সম্মাননা পাওয়া আকাশ দীপের কাছে বিশেষ আবেগঘন মুহূর্ত হয়ে ওঠে।
সিএবি প্রেসিডেন্ট পদে আবারও লড়াইয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রশ্ন উঠছে এবারও সরে যাবেন কি?
এছাড়া অনুষ্ঠানে সিএবির পক্ষ থেকে প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্য-কে দেওয়া হয় জীবনকৃতি পুরস্কার। বাংলার ক্রিকেটে তাঁর দীর্ঘদিনের অবদানকেই এই সম্মাননার মাধ্যমে কৃতজ্ঞতা জানানো হয়। মহিলা ক্রিকেট বিভাগে এই সম্মান পেয়েছেন ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার শ্যামা সাউ।
অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “বাংলার ক্রিকেট এখন নতুন উচ্চতায় উঠছে। আকাশ দীপের মতো তরুণরা আগামী দিনে ভারতীয় ক্রিকেটকে আরও শক্তিশালী করবে।”
অনুষ্ঠানে (সিএবি পুরস্কার বিতরণী অনুষ্ঠান) আরও উপস্থিত ছিলেন সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট অতিথি। বিভিন্ন বিভাগে সেরা ক্রিকেটার, আম্পায়ার ও কোচদেরও সম্মাননা দেওয়া হয়।
আরও পড়ুন :
বিশ্বকাপের ৫ মাস আগে টি-টোয়েন্টি ছাড়লেন স্টার্ক
নিউজ রিপোর্ট: আমরা কুকুরের চেয়েও খারাপ অবস্থায় আছি: প্যালেস্টাইন নাগরিক