CarloAncelotti TaxFraud
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ফুটবলের দুনিয়ায় আবারও তীব্র আলোচনার কেন্দ্রে কর ফাঁকি (CarloAncelotti TaxFraud)। এইবার সরাসরি আদালতের রায়ে ব্রাজিলের বর্তমান কোচ ও বিশ্ববিখ্যাত কৌশলবিদ কার্লো আনচেলত্তি পেলেন এক বছরের জেল।
এই সাজা এসেছে স্পেনের এক আদালতের তরফ থেকে, এক দশক পুরনো কর ফাঁকির মামলায়।
কী অভিযোগ ছিল?
ঘটনার সূত্রপাত ২০১৪ সালে। তখন আনচেলত্তি প্রথমবার রিয়াল মাদ্রিদের কোচ। সে সময়ের অভিযোগ অনুযায়ী, তিনি ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে তাঁর ইমেজ স্বত্ব (Image Rights) থেকে পাওয়া ১০ লাখ ইউরোর বেশি আয় কর ফাঁকি দিয়েছেন।
স্পেনের কর দফতরের দাবি, আনচেলত্তি ট্যাক্স রিটার্নে শুধু ক্লাব থেকে পাওয়া বেতনের তথ্য দিয়েছিলেন, কিন্তু ইমেজ স্বত্ব থেকে হওয়া আয়ের উল্লেখ করেননি।
গত বছর স্পেনের সরকারি কৌঁসুলিরা এই অভিযোগে আনচেলত্তির বিরুদ্ধে ৪ বছর ৯ মাসের জেল এবং ৩২ লাখ ইউরো জরিমানার আবেদন করেন।
আদালতের রায়
এই মামলার বিচারপর্বের পর, স্পেনের আদালত আনচেলত্তিকে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড দেন। যদিও স্পেনের আইন অনুযায়ী, প্রথমবারের জন্য এক বছরের কম জেল হলে সাধারণত আসামিকে জেল খাটতে হয় না, যদি না অতিরিক্ত কোনো অপরাধ যুক্ত থাকে।
এক্ষেত্রে আনচেলত্তির জেলে যাওয়া বা জরিমানার কার্যকরী অংশ এখন আদালতের চূড়ান্ত রায়ের বাস্তবায়নের ওপর নির্ভর করছে।
আনচেলত্তির মতো একজন প্রভাবশালী কোচের বিরুদ্ধে এমন রায় আন্তর্জাতিক ফুটবল মহলে আলোড়ন তুলেছে। তিনি এই মুহূর্তে ব্রাজিল জাতীয় দলের কোচ এবং ২০২৬ বিশ্বকাপের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দল গঠনের কাজে নিযুক্ত।
এই রায়ের প্রভাব তার আন্তর্জাতিক দায়িত্ব পালনে পড়বে কি না, তা এখনো স্পষ্ট নয়, তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF) এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
কর ফাঁকির মামলায় স্পেনের নজির
এটা প্রথম ঘটনা নয়। গত এক দশকে স্পেনের কর বিভাগ একাধিক তারকা খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে একই রকম অভিযোগ এনেছে।
ক্রিস্তিয়ানো রোনালদো,
লিওনেল মেসি,
নেইমার,
দিয়েগো কস্তা,
এমনকি রিয়ালের প্রাক্তন খেলোয়াড় শাবি আলোনসো— এদের অনেকেই কর ফাঁকির মামলায় অভিযুক্ত হন।
তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা আদালতের বাইরে জরিমানা দিয়ে মামলা নিষ্পত্তি করেন। অন্যদিকে শাবি আলোনসোর মতো কেউ কেউ নিজের নির্দোষ প্রমাণ করতে লড়েছেন আদালতে।
আনচেলত্তির আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না, সেই সিদ্ধান্ত এখনও জানা যায়নি। তবে স্পষ্টতই এই রায় তাঁর ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তিতে বড় আঘাত।
বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত ব্রাজিল শিবিরের সামনে এখন নতুন প্রশ্ন— এই রায়ের কোনো আইনি প্রভাব কি দলের সঙ্গে আনচেলত্তির দায়িত্ব পালনে বাধা তৈরি করবে?
আরও পড়ুন :
ক্লাব বিশ্বকাপ ফাইনাল মাঠে বসেই দেখবেন ট্রাম্প, ফিফার আমন্ত্রণে মেটলাইফ স্টেডিয়ামে যাবেন প্রেসিডেন্ট
আইএসএল অধ্যায় শেষ, দেশে ফিরলেন জাভি হার্নান্দেজ — এবার স্পেনের ক্লাবে নতুন ইনিংস