কর ফাঁকির দায়ে এক বছরের জেল কার্লো আনচেলত্তির, আদালতের রায় আলোড়ন ফেলল

২০১৪ সালে রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় ইমেজ স্বত্ব থেকে আয়ের কর ফাঁকি দিয়েছিলেন কার্লো আনচেলত্তি। সেই পুরনো মামলাতেই স্পেনের আদালত এক বছরের কারাদণ্ড দিল বর্তমান ব্রাজিল কোচকে। কর ফাঁকির মামলায় ফের আলোচনায় ফুটবলবিশ্ব।