Breaking News

Carlos Alcaraz

টেনিসের রংটা এখন বদলে গেছে

টেনিসে বড় তিনের দু'জন মধ্যেই বিদায় নিয়েছেন। রজার ফেদেরারের পথ ধরে এই সেদিন টেনিস ছেড়েছেন রাফায়েল নাদালও।

Carlos Alcaraz Tennis is going throigh achanging phase

Carlos Alcaraz

শান্তিপ্রিয় রায়চৌধুরী : টেনিসে বড় তিনের দু’জন মধ্যেই বিদায় নিয়েছেন। রজার ফেদেরারের পথ ধরে এই সেদিন টেনিস ছেড়েছেন রাফায়েল নাদালও। বড় তিনের শেষ প্রতিনিধি হিসেবে আছেন জোকোভিচ। তিনি খেলা চালিয়ে গেলেও তাঁর ক্যারিয়ার-সূর্যটা এখন মধ্য গগনে। বিশ্ব টেনিস শাসনের ব্যাটনটা যেন নাদাল- ফেডেরার-জোকোভিচদের হাত ঘুরে চলে এসেছে নতুন প্রজন্মের ইয়ানিক সিনার কিংবা কার্লোস আলকারাসদের হাতে।

গত বছরের চারটি গ্র্যান্ড স্লামের ২টি করে ভাগাভাগি করেছেন সিনার ও আলকারাস। জোকোভিচের চেয়ে তাই এবার অস্ট্রেলিয়ান ওপেনে বেশি আলোচনায় সিনার ও আলকারাসের দ্বৈরথ। চলছে অস্ট্রেলিয়ান ওপেন। অস্ট্রেলিয়া ওপেনে আগে সংবাদমাধ্যমের সামনে এসে সিনারের সঙ্গে নিজের দ্বৈরথের কথাই বলেছেন স্প্যানিয়ার্ড আলকারাস, ‘যখন আমি তার বিপক্ষে খেলি, আমি জানি তার বিরুদ্ধে জিততে হলে নিজের সেরাটা দিয়েই খেলতে হবে আমাকে। আর ইয়ানিকের বিপক্ষে খেলার দিনটি যদি আমার না হয়, তাহলেও ৯৯ শতাংশ নিশ্চিত থাকি যে আমি হারতে যাচ্ছি। এটা মাথায় রেখেই তার বিপক্ষে খেলতে নামি আমি।’

এরপরই আলকারাস বলেছেন আসল কথাটা, কোর্টে তাঁর সেরাটা বের করে নিয়ে আসে সিনারই। আলকারাসের ভাষায়, ‘যখন আমি তাকে শিরোপা জিততে দেখি, র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে দেখি, তখন সেটা আমাকে কঠোর অনুশীলন করতে উদ্বুদ্ধ করে।’

তাই নিজের সেরাটা দিয়েই অস্ট্রেলিয়ান ওপেনে সিনারকে হারাতে চান আলকারাস। অস্ট্রেলিয়ান ওপেন জিতে পুনরুদ্ধার করতে চান র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান, ‘আমার লক্ষ্য গ্র্যান্ড স্লাম এবং ১০০০ মাস্টার্স জেতা। অবশ্যই আমার লক্ষ্যের মধ্যে আছে র‍্যাঙ্কিংও।

আর সিনারেরও লক্ষ্য মেলবোর্ন পার্কে শিরোপা ধরে রেখে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ এ নিজের অবস্থান আরও সুসংহত করা। নিজের খেলায় কিছু পরিবর্তনও তিনি এনেছেন, যা দেখা যাবে অস্ট্রেলিয়ান ওপেনে আর কয়েকটা দিনের মধ্যেই।

Champions Trophy: অনড় পাকিস্তান-ভারত,তৈরি হয়েছে জটিল পরিস্থিতি

পরের বার তাকে আর কেউ বেঙ্কটেশ বলে ডাকা যাবে নাl ডক্টর বেঙ্কটেশ আইয়ার (venkatesh iyer) বলে সম্বোধন করতে হবে

ad

আরও পড়ুন: