Breaking News

Gavaskar77

মায়ের নাক ভেঙে দেওয়া সেই ছেলেটি এখন ৭৭তে পা দিলেন

শৈশবে মায়ের নাক ভাঙিয়ে দিয়েছিলেন ব্যাট চালিয়ে, পরিণত বয়সে ক্রিকেট ইতিহাসে ভেঙেছেন পরিসংখ্যানের দেয়াল। ৭৭-এ পা দিলেন ভারতীয় ক্রিকেটের প্রথম মহীরুহ সুনীল গাভাস্কার।

Gavaskar77: A Cricket Legend's Journey %%page%% %%sep%% %%sitename%%

Gavaskar77

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : তিনি প্রতিবেশীর জানালার কাচ নয়, ভেঙেছেন পরিসংখ্যানের রেকর্ড। ভারতীয় ক্রিকেটে ব্যাট হাতে যে নামটা প্রথম ‘মাইলস্টোন’ শব্দটির আক্ষরিক অর্থ বোঝাতে শুরু করেন, তিনি সুনীল গাভাস্কার (Gavaskar77)। ১০ জুলাই, ২০২৫—৭৭ বছরে পা দিলেন তিনি। জন্মদিনের এই দিনে ফিরে দেখা যাক তার জীবন ও কীর্তির কয়েকটি অসাধারণ অধ্যায়।

শৈশবে মায়ের নাক ভেঙেছিলেন বলে মায়ের বকা খেতে হয়েছিল। ছোট্ট ঘরে ব্যাট চালিয়ে মায়ের দিকে রাবার বল পাঠিয়ে দিয়েছিলেন সজোরে। তা-ই গিয়ে লেগেছিল মায়ের নাকে। কিন্তু সেই ভুলের মধ্যেও লুকিয়ে ছিল ভবিষ্যতের পূর্বাভাস। ব্যাট চালিয়ে চিরকাল শাসন করবেন বোলারদের, নাক ভাঙার গল্প তখন কেবল সূচনা।

সুনীল গাভাস্কারের ক্রিকেটের সূর্যোদয় ঘটে ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে। একেবারে কিংবদন্তিতুল্য অভিষেক। চার টেস্টে ৪টি সেঞ্চুরি, গড় ১৫৪, মোট ৭৭৪ রান। এমন অভিষেক আর কেউ দেখাতে পারেননি ভারতের হয়ে। গোটা ক্যারিয়ারে ১২৫ টেস্ট আর ১০৮ ওয়ানডে খেলে গাভাস্কার করেছেন ১৩,২১৪ রান। যার মধ্যে রয়েছে ৩৫টি শতরান আর ৭২টি অর্ধশতরান

তিনি প্রথম ব্যাটার যিনি টেস্টে ১০,০০০ রান পূর্ণ করেছিলেন। একদা ‘লিটল মাস্টার’ নামধারী এই ক্রিকেটার ভারতের স্বাধীনতার মাত্র দুই বছর পর, ১৯৪৯ সালের ১০ জুলাই, মুম্বাইয়ের (তৎকালীন বোম্বে) এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

ভারতের ক্রিকেট ইতিহাসে ১৮৩ সংখ্যাটি একটি বিশেষ সংখ্যা

রোহিতের বিদায়ে ১২ বছর আগের কথা মনে পড়ছে টেন্ডুলকারের

আজ ২০২৫-এও তিনি প্রাসঙ্গিক। শুধু বিশ্লেষক হিসাবে নন, ক্রিকেটের অন্দরের এক ঐতিহাসিক দলিল হিসেবেও। এ বছর তাঁর জন্মদিন উদ্‌যাপিত হলো লন্ডনের লর্ডস মাঠে, যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের মধ্যাহ্নভোজের বিরতিতে গৌরব কাপুর তাঁর হাতে তুলে দিলেন জন্মদিনের উপহার—এক জোড়া জুতা। গাভাস্কারের শু প্রেম সম্পর্কে জানা যায় অনেক আগেই। উপহার পেয়ে গৌরবকে ঠাট্টা করে তিনি বলেন, “ওরা নয়, বরং ওরাই আমার জুতোর দিকে তাকায়।”

গাভাস্কারের উইন্ডিজ প্রীতি বরাবরই ছিল। ওই দ্বীপপুঞ্জে খেলা ১৩টি টেস্টে তিনি করেছিলেন ৭টি শতরান, গড় ৭০-এরও বেশি। তাঁর ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলির অনেকটাই জড়িয়ে রয়েছে সেই লাল রঙা বল ও ক্যারিবিয়ান বোলারদের সঙ্গে।

আজকের এই দিনে ক্রিকেটবিশ্ব স্মরণ করে সেই বালকটিকে, যে মায়ের নাক ভেঙে দিয়েও একদিন গর্বের কারণ হয়ে ওঠেন মায়ের, দেশের। কেবল এক ‘লিটল মাস্টার’ নয়, ভারতীয় ক্রিকেট সংস্কৃতির অবিচ্ছেদ্য স্তম্ভ গাভাস্কার।

শুভ জন্মদিন সানি।

আরও পড়ুন :

তিন বছরের চুক্তিতে লাল-হলুদে রামসাঙ্গা: মাঝমাঠে শক্তি বাড়াচ্ছে ইস্টবেঙ্গল

আই লিগের প্রতিভা এবার লাল-হলুদে! মার্তান্দ রায়নাকে দলে নিল ইস্টবেঙ্গল

ad

আরও পড়ুন: