মায়ের নাক ভেঙে দেওয়া সেই ছেলেটি এখন ৭৭তে পা দিলেন

শৈশবে মায়ের নাক ভাঙিয়ে দিয়েছিলেন ব্যাট চালিয়ে, পরিণত বয়সে ক্রিকেট ইতিহাসে ভেঙেছেন পরিসংখ্যানের দেয়াল। ৭৭-এ পা দিলেন ভারতীয় ক্রিকেটের প্রথম মহীরুহ সুনীল গাভাস্কার।