মেসির যে ৫ রেকর্ড ‘হয়তো’ ভাঙতে পারবেন না এমবাপে-ইয়ামালরাও

৩৮ বছরে পা দিলেন লিওনেল মেসি। তাঁর ফুটবল কীর্তি এতটাই অসাধারণ যে, পরবর্তী প্রজন্মের সেরা তারকারাও হয়তো পারবেন না ছুঁতে তাঁর নির্দিষ্ট পাঁচটি রেকর্ড—যেখানে শুধু গোল নয়, রয়েছে ধারাবাহিকতা, একাগ্রতা আর সৃষ্টিশীলতাও