Champions Trophy
শান্তিপ্রিয় রায়চৌধুরী : আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফি (Champions Trophy) কোথায় হবে, পাকিস্তানে হবে না অন্য কোনো জায়গায়? এটাই এখন বড় প্রশ্ন। গতকাল শুক্রবার আইসিসির এক ভার্চ্যুয়াল সভায় কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ার পর প্রশ্ন উঠা স্বাভাবিক-চ্যাম্পিয়নস ট্রফি (Champions Trophy)কি হবে?
গতকাল বিকেল ৪টায় শুরু হওয়া ভার্চ্যুয়াল সভায় অংশগ্রহণ করে আইসিসির পূর্ণ সদস্য ১২টি বোর্ডের প্রতিনিধি, তিনটি সহযোগী সদস্য বোর্ডের প্রতিনিধি, একজন নিরপেক্ষ পর্যবেক্ষক,আইসিসির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহীর।
ইএসপিএন জানিয়েছে, মাত্র ১৫ মিনিটের মধ্যেই কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়েছে। বলা হয়েছে আজ ৩০ নভেম্বর আবার সভা হবে।
কিন্তু ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ও ক্রিকবাজ জানিয়েছে আজ ৩০ নভেম্বর নয়, সামনের সপ্তাহের কোনো এক সময় এ নিয়ে সভাটি হবে। এ ব্যাপারে আইসিসিও এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। ধারনা করা হচ্ছে ভারত এবং পাকিস্তান দুই দেশের বোর্ডকে আরও কিছুটা সময় দিতে চাইছে আইসিসি।
x (twitter) – https://x.com/cloudTV_NEWS
আরও পড়ুন :
Garh Panchokot : প্রকৃতির আশ্চর্য সৌন্দর্যের মাঝে ঐতিহাসিক গড় পঞ্চকোট