Breaking News

clive lloyd Test Cricket

‘দ্বি-স্তর টেস্ট ক্রিকেট হবে ভয়ঙ্কর’, বলছেন ক্লাইভ লয়েড

দুই স্তরে টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা চলছে। কিন্তু এই টপিক্স বেশ পুরোনো। সম্প্রতি আবার নতুন করে এই আলোচনা উঠে এসেছে। এ নিয়ে ভীষণ বিরক্ত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইভ লয়েড। দুটি ওয়ানডে বিশ্বকাপজয়ী প্রথম অধিনায়কের মতে, সেই জিনিসটা কার্যকরী হলে তা কিছু দেশের জন্য ভয়াবহ হয়ে দাঁড়াবে।

Clive lloyd Comments on Test Cricket

clive lloyd Test Cricket

ক্লাউড টিভি ডেক্স : দুই স্তরে টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা চলছে। কিন্তু এই টপিক্স বেশ পুরোনো। সম্প্রতি আবার নতুন করে এই আলোচনা উঠে এসেছে। এ নিয়ে ভীষণ বিরক্ত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইভ লয়েড। দুটি ওয়ানডে বিশ্বকাপজয়ী প্রথম অধিনায়কের মতে, সেই জিনিসটা কার্যকরী হলে তা কিছু দেশের জন্য ভয়াবহ হয়ে দাঁড়াবে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের সোমবারের(৬/১/২০২৫) প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের মধ্যে আরও বেশি টেস্ট খেলতে চায় ‘বিগ থ্রি’ হিসেবে পরিচিত তিন দেশ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এজন্য টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করার আলোচনা চলছে তাদের মধ্যে।

এই বিষয়ে চলতি জানুয়ারি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সচিব জয় শাহ বৈঠকে বসবেন বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।

আর দ্বি-স্তর টেস্টের ভাবনার তীব্র সমালোচনা করে লয়েড বলেছেন, টেস্ট ক্রিকেটে সংগ্রাম করা দলগুলোর বরং শীর্ষ দলগুলোর বিপক্ষে আরও বেশি খেলা নিশ্চিত করার দিকে মনোযোগ দেওয়া উচিত সবার।

সেই সঙ্গে এই কিংবদন্তি বলেছেন, “আমার মনে হয়, যে সব দেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছে, তাদের জন্য দ্বি-স্তর বিষয়টি ভয়ংকর হবে। এতে তারা নিচের স্তরের দলগুলোর সঙ্গে নিজেদের মধ্যে খেলবে। কীভাবে তারা উন্নতি করবে, যখন তারা শীর্ষ দলগুলোর বিপক্ষে খেলবে?”
কথা চলছে দ্বি-স্তর টেস্ট কাঠামোয় র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৭ দল থাকতে পারে প্রথম স্তরে, বাকি ৫ দল দ্বিতীয় স্তরে।

উল্লেখ্য টেস্ট ক্রিকেটকে আরও অর্থবহ ও জনপ্রিয় করার জন্য দুই স্তরে ভাগ করার আইসিসির ভাবনার কথা ২০১৬ সালে জানিয়েছিলেন সংস্থাটির তখনকার প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। ওই সময় এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সেই আলোচনা আবার উঠে এল। তবে আইসিসি এখন পর্যন্ত এই বিষয়ে কিছু জানায়নি।

 

ফিরে দেখা ২০২৪: ক্রিকেট : এই বছরটা দেখালো একচ্ছত্র আধিপত্যের দিন শেষ!

রবি শাস্ত্রীর এই প্রেসক্রিপশনে বদলে যাবে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা

ad

আরও পড়ুন: