Breaking News

Club World Cup 2025

বিশ্বকাপ জিতে মেসিরা যে অর্থ পেয়েছে, ক্লাব বিশ্বকাপ জয়ীরা তার তিনগুণ পাবে

২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রাইজমানি হিসেবে পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার। কিন্তু এবার ক্লাব বিশ্বকাপে যারা চ্যাম্পিয়ন হবে তারা প্রায় তিন গুণ অর্থ পেতে যাচ্ছে

Club World Cup 2025: Exciting Prize Money Announcement %%page%% %%sep%% %%sitename%%

Club World Cup 2025

শান্তিপ্রিয় রায় চৌধুরী : ক্লাব ফুটবল বিশ্বকাপ (Club World Cup 2025) শুরু হবে আগামী ১৩ জুন থেকে ১৪ জুলায় পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই ফিফা ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি থাকছে ১ বিলিয়ন ডলার। এটা কিছুদিন আগেই ঘোষণা করেছিল ফিফা। এবার ঘোষণা করলো চ্যাম্পিয়ন দল ও অন্যরা কত করে পাবে।

ফিফা ক্লাব বিশ্বকাপের যে প্রাইজমানি ঘোষণা করেছে তাতে দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১২৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় দেড় হাজার কোটি টাকারও মতো। বুধবার (২৬/৩/২০২৫)এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

ক্লাব ফুটবলের হিসাব বদলে দিচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ (Club World Cup 2025)। নতুন পরিকল্পনায় বেড়েছে পরিধি, বেড়েছে অর্থ। ৩২ ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব ওয়ার্ল্ডকাপের জন্য ১ বিলিয়ন ডলার প্রাইজমানি বরাদ্দ রেখেছে ফিফা।

মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে ম্যাচ চলাকালে ক্রিকেটারের ওপর টাকার বৃষ্টি

বিসিসিআইই (BCCI) বিশ্বের ধনী ক্রিকেট বোর্ড, ধারে কাছে কেউ নেই

 

২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রাইজমানি হিসেবে পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার। কিন্তু এবার ক্লাব বিশ্বকাপে যারা চ্যাম্পিয়ন হবে তারা প্রায় তিন গুণ অর্থ পেতে যাচ্ছে। গ্রুপ পর্ব থেকে ফাইনাল, প্রতি ম্যাচ জয়ের জন্য থাকছে বোনাস। এছাড়া পার্টিসিপেশন মানি হিসেবে প্রতিটি ক্লাব পাবে মোটা অংকের অর্থ।

ক্লাব বিশ্বকাপের জন্য যে ১ বিলিয়ন ডলার প্রাইজমানি বরাদ্দ রেখেছে ফিফা তার মধ্যে ৫২৫ মিলিয়ন ডলার পার্টিসিপেশন মানি হিসেবে দেওয়া হবে অংশগ্রহণকারী ৩২ ক্লাবকে (Club World Cup 2025)। আর বাকি ৪৭৫ মিলিয়ন ডলার দেয়া হবে পারফরম্যান্স বোনাস হিসেবে।

তবে পার্টিসিপেশন মানি হিসেবে ক্লাবগুলো সমান অর্থ পাবে না। ক্লাবগুলোর ক্রীড়া ও বাণিজ্যিক মানদণ্ডের ভিত্তিতে এই অর্থ চূড়ান্ত করেছে ফিফা। যেখানে ইউরোপিয়ান ক্লাবগুলোই পাবে সর্বোচ্চ অর্থ। সর্বনিম্ন ১২.৮১ মিলিয়ন থেকে সর্বোচ্চ ৩৮.১৯ মিলিয়ন ডলার দেওয়া হবে ইউরোপ থেকে অংশ নেয়া ক্লাবগুলোকে। এর ফলে সর্বোচ্চ অর্থ পাবে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো।

ইউরোপের ক্লাবগুলোকে এই অর্থ দেওয়ার পর সাউথ আমেরিকার ক্লাবগুলোকে (Club World Cup 2025) পার্টিসিপেশন মানি হিসেবে দেওয়া হবে ১৫.২১ মিলিয়ন ডলার। সেন্ট্রাল, নর্থ, ক্যারিবিয়ান, এশিয়া আফ্রিকার ক্লাবগুলোর জন্য বরাদ্দ থাকছে ৯.৫৫ মিলিয়ন ডলার। আর ওশেনিয়া অঞ্চল থেকে অংশ নেয়া ক্লাব পার্টিসিপেশন মানি হিসেবে পাবে ৩.৫৮ মিলিয়ন ডলার।

এছাড়া বিশ্বজুড়ে ক্লাব ফুটবলের উন্নতির জন্য একটি গ্লোবাল সলিডারিটি প্রোগ্রামের অধীনে ২৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে ফিফা।

আরও পড়ুন :

মায়ের স্বপ্নপূরণে সব সঞ্চয় খরচ করলেন শুভস্মিতা, নতুন জীবনের পথে সাহসী সিদ্ধান্ত!

যে ১০ দেশে মোট জনসংখ্যায় মহিলার অনুপাত বেশি!

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: