ClubWorldCup2025
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপ (ClubWorldCup2025) ২০২৫ শেষ ষোলোর রোমাঞ্চকর পর্ব অতিক্রম করে এবার নজর কোয়ার্টার ফাইনালের দিকে। সেরা আট ক্লাবের জমজমাট লড়াই শুরু হবে ৪ জুলাই থেকে। অংশ নিচ্ছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার জায়ান্ট ক্লাবগুলোর পাশাপাশি এশিয়ার প্রতিনিধি আল হিলালও।
চলতি আসরে অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে আছে চেলসি, রিয়াল মাদ্রিদ, পিএসজি, বায়ার্ন মিউনিখ, ফ্লুমিনেন্স, পালমেইরাস, আল হিলাল এবং বরুশিয়া ডর্টমুন্ড। প্রত্যেকটি ম্যাচই হতে চলেছে টেক্কা দেওয়া যোগ্য। ফিফার ঘোষিত সূচি অনুযায়ী ম্যাচগুলি হবে ভারতীয় সময় অনুযায়ী রাতে এবং ভোরে।
কোয়ার্টার ফাইনালের সময়সূচি এক নজরে
৪ জুলাই, শুক্রবার
ফ্লুমিনেন্স বনাম আল হিলাল
⏰ রাত ১২:৩০ (IST)
একদিকে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব, অন্যদিকে সৌদি আরবের তারকা ভরপুর দল। লড়াই হবে দক্ষতা বনাম ধৈর্যের।
পালমেইরাস বনাম চেলসি
⏰ সকাল ৬:৩০ (IST)
ব্রাজিল বনাম ইংল্যান্ড—দুই ভিন্ন ঘরানার ফুটবল শৈলী। চেলসির ডিফেন্স মুখোমুখি হবে পালমেইরাসের আক্রমণের।
৫ জুলাই, শনিবার
পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ
⏰ রাত ৯:৩০ (IST)
নেইমার না থাকলেও পিএসজির আক্রমণভাগ শক্তিশালী। অন্যদিকে বায়ার্নের পরিণত রক্ষণ লড়বে ক্লাসিক ইউরোপীয় স্টাইলে।
রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড
⏰ রাত ১:৩০ (IST)
বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের মুখোমুখি ডর্টমুন্ডের তরুণ প্রতিভা। এই ম্যাচ হতে পারে সেরা ম্যাচগুলোর একটি।
সেমিফাইনাল ও ফাইনাল
সেমিফাইনাল
৮ জুলাই (মঙ্গলবার), রাত ১২:৩০
৯ জুলাই (বুধবার), রাত ১২:৩০
ফাইনাল
১৩ জুলাই (রবিবার), রাত ১২:৩০
স্থল: মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র।
এই ম্যাচেই নির্ধারিত হবে কে জিতবে ক্লাব ফুটবলের বিশ্ব সেরার মুকুট।
“এটা ফুটবল নয়, এটা তামাশা” — ক্লাব বিশ্বকাপে চেলসি কোচ মারেস্কার ক্ষোভ
ইনফান্তিনোর বিরুদ্ধে ‘নিষ্ঠুর খেলা’-র অভিযোগ, ফিফার নীতির সমালোচনায় ফুটবলারদের সংগঠন
ফিফা ক্লাব বিশ্বকাপ বর্তমানে ইউরোপ ও লাতিন আমেরিকার ক্লাবগুলোর আধিপত্যে আবদ্ধ। তবে এই বছর সৌদি আরব ও এশিয়ার প্রতিনিধিত্বকারী আল হিলাল অনেকটাই নজর কেড়েছে। তাদের দলে আছে নামী ইউরোপিয়ান তারকা, যা প্রতিপক্ষদের জন্য চ্যালেঞ্জ।
চেলসি, রিয়াল বা পিএসজি—সব দলের লক্ষ্য এবার বিশ্ব মঞ্চে ক্লাব হিসেবে সর্বোচ্চ সম্মান অর্জন করা। অন্যদিকে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও পালমেইরাস দেশের ঐতিহ্য বজায় রাখতে মরিয়া। সেমিফাইনালের টিকিট পেতে প্রতিটি ম্যাচই হবে একেকটি ছোট ফাইনালের মতো।
আরও পড়ুন :
শমীক ভট্টাচার্য বিজেপির নতুন রাজ্য সভাপতি: রাজনীতিতে অভিজ্ঞতা, শিক্ষা ও দলে অবদান ঘিরে আশার আলো