ট্যুর দ্য ফ্রান্সে কোফিদিসের ১১টি LOOK বাইক চুরি – কী ঘটলো ও পরিণতি কী?

বাইকগুলো না থাকলেও, দলের আটজন রাইডার সকলেই দ্বিতীয় স্টেজে অংশ নিতে সক্ষম হয়। কোফিদিসের লিলার নিকটবর্তী অবস্থান ও মেকানিক টিমের দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বিকল্প ব্যবস্থার মাধ্যমে তারা পাল্লা দিয়ে অংশ গ্রহণ করেন ।