Breaking News

IPL Match Fixing

IPL 2025 : আইপিএলে ফিক্সিং, ক্রিকেটারদের সতর্কবার্তা

ক্লাউড টিভি ডেস্ক : চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিং (IPL Match Fixing) এর গুনজন উঠেছে। স্টেডিয়ামে, স্টেডিয়ামে এক ব্যবসায়ীর সন্দেহজনক আচরণের কারণে এ নিয়ে ভাবনা শুরু হয়েছে বিসিসিআই এর। তাই অংশগ্রহণকারী ১০ দলের ক্রিকেটারদের সতর্ক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের সেই নির্দেশনায় বলা হয়েছে, সেই ব্যবসায়ী প্রতিটি দলের মালিক, ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ …

IPL Match Fixing: Concerns Raised by BCCI %%page%% %%sep%% %%sitename%%

IPL Match Fixing

ক্লাউড টিভি ডেস্ক : চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিং (IPL Match Fixing) এর গুনজন উঠেছে। স্টেডিয়ামে, স্টেডিয়ামে এক ব্যবসায়ীর সন্দেহজনক আচরণের কারণে এ নিয়ে ভাবনা শুরু হয়েছে বিসিসিআই এর। তাই অংশগ্রহণকারী ১০ দলের ক্রিকেটারদের সতর্ক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বোর্ডের সেই নির্দেশনায় বলা হয়েছে, সেই ব্যবসায়ী প্রতিটি দলের মালিক, ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ এমনকি ধারাভাষ্যকারদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন।

একটা প্রীতি ম্যাচে রোনালদিনিও কত টাকা নেয় জানেন?

বিসিসিআইই (BCCI) বিশ্বের ধনী ক্রিকেট বোর্ড, ধারে কাছে কেউ নেই

বিসিসিআইয়ের দুর্নীতি দমন নিরাপত্তা ইউনিটের দাবি, হায়দরাবাদের সেই ব্যবসায়ীর সঙ্গে জুয়াড়িদের যোগাযোগ আছে। আগেও অনেকবার তিনি ফিক্সিংয়ের (IPL Match Fixing)  চেষ্টা করেছেন। তিনি মূলত দামী উপহার দিয়ে টার্গেটকে বাগে আনেন। সেই উপহারের মধ্যে সোনার গয়নাও আছে। প্রথমে ক্রিকেটারদের কাছে তিনি এক ভক্ত হিসাবে যাওয়ার চেষ্টা করেন। তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। এভাবেই সম্পর্ক তৈরি হলে সেই ব্যবসায়ী ক্রিকেটারদের লোভনীয় প্রস্তাব দেন। শুধু ক্রিকেটারদের সঙ্গেই নয়, তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেন ওই ব্যক্তি। তাই ক্রিকেটারদের এনিয়ে অনেক বেশি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিসিসিআই।

দুর্নীতি দমন নিরাপত্তা ইউনিট আরও জানিয়েছে, এই ব্যবসায়ীকে চলতি আইপিএলের অনেক ম্যাচে গ্যালারিতে দেখা গেছে। এমনকী বিভিন্ন দলের হোটেলেও তিনি গেছেন! এতে ফিক্সিংয়ের (IPL Match Fixing)  আশঙ্কা আরও বাড়ছে।

এনিয়ে দলগুলিকে জানানো হয়েছে, কোনও বিষয়ে সন্দেহ হলে তারা যেন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে। সেই ব্যবসায়ীকে হাতেনাতে ধরার জন্য তার নাম প্রকাশ করা হয়নি। যাতে সেই ব্যক্তি সতর্ক হয়ে যেতে না পারেন।

উল্লেখ্য, এর আগে আইপিএলের ইতিহাসে ফিক্সিং (IPL Match Fixing)  নিয়ে অনেক ইতিহাস আছে। ২০১৩ সালে স্পট ফিক্সিংয়ের জন্য রাজস্থানের তিন ক্রিকেটার এবং ১১ জন জুয়াড়িকেও গ্রেপ্তার করা হয়েছিল। দুই বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসকে। চেন্নাইয়ের মালিক এন শ্রীনিবাসনের বিরুদ্ধেও ফিক্সিংয়ের অভিযোগ ছিল। তাই এবার আইপিএলের শুরু থেকেই সতর্ক বিসিসিআই।

#IPL2025 #MatchFixing # BCCI # Warning

আরও পড়ুন :

সৌদি সরকারের ঘোষণা: ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করা যাবে না

ফুটবল নিয়ে অদ্ভুত ঘটনা: মজা করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু

ad

আরও পড়ুন: