Cricket Retirements 2025
শান্তিপ্রিয় রায় চৌধুরী | ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালকে এখনই বলা যাচ্ছে “অবসরের বছর” (Cricket Retirements 2025)। মাত্র পাঁচ মাসেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন এক ঝাঁক তারকা ক্রিকেটার। কেউ টেস্ট থেকে, কেউ ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। আবার কেউ পুরো আন্তর্জাতিক ক্রিকেটকেই গুডবাই জানিয়েছেন। ক্রিকেটপ্রেমীদের জন্য এ বছরটা যেন আবেগে ভরা বিদায়ের বছর।
সর্বশেষ অবসরের ঘোষণা এসেছে ভারতীয় ব্যাটিং আইকন বিরাট কোহলির কাছ থেকে। সোমবার (১২ মে), সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে টেস্ট ক্রিকেট থেকে বিদায় জানান কোহলি।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসর নিয়েছিলেন।BCCI চেয়েছিল, কোহলি আরও কিছুদিন খেলুন, কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন তিনি।
টেস্টে কোহলির রেকর্ড –
১১৩ ম্যাচ,
৮ হাজার ৮৪৮ রান,
৭টি ডাবল সেঞ্চুরি,
গড় ৪৯.১৫
বিরাট কোহলির টেস্ট অবসর: হৃদয় ছুঁয়ে গেল কিংবদন্তিদের শ্রদ্ধা ও সমর্থনের বার্তা
PostKohli MiddleOrderCrisis :সংকটে ভারতীয় ক্রিকেট: বিরাট-পরবর্তী যুগে কে সামলাবেন চার নম্বর?
কোহলির কিছুদিন আগেই, ৭ মে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান রোহিত শর্মা।
৩৭ বছর বয়সী এই ওপেনার এখন শুধু ওয়ানডে ক্রিকেটে মনোনিবেশ করতে চান।
টেস্টে রোহিতের মোট রান –
৫ হাজার ১২ রানে
১৬টি সেঞ্চুরি,
গড় ৪৫.৭৭
রোহিত-কোহলির বিদায়ে ভারতের টেস্ট ব্যাটিং লাইনআপে বড় শূন্যতা তৈরি হয়েছে।
বাংলাদেশ ক্রিকেটেও একে একে বিদায় নিচ্ছেন অভিজ্ঞ ক্রিকেটাররা।
মাহমুদউল্লাহ রিয়াদ – ২০২৫ সালের মার্চে তিন ফরম্যাট থেকেই অবসর।
মুশফিকুর রহিম – ওয়ানডে থেকে বিদায় নিলেও এখনও টেস্টে সক্রিয়।
তামিম ইকবাল – ১০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায় জানান।
এই তিন অভিজ্ঞ ব্যাটারের বিদায়ে বাংলাদেশের ড্রেসিংরুমে অভাব হবে অভিজ্ঞতার ও নেতৃত্বের।
২০২৫ সালে শুধু ভারত-বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই একাধিক তারকা বিদায় নিয়েছেন আন্তর্জাতিক মঞ্চ থেকে।
মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া) – ফেব্রুয়ারিতে ওয়ানডে থেকে অবসর, এখন শুধুই টি-টোয়েন্টি ফোকাসে
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) – জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়, ৩৬৭ ম্যাচে ৭৪০০+ রান
দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা) – শততম টেস্ট খেলে গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রিকেটকে বিদায়
এই বিদায়গুলো শুধু সংখ্যা নয়, প্রতিটি নাম বিশ্বক্রিকেটে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
২০২৫ সাল এখনও শেষ হয়নি—এখনও বাকি ৭টি মাস। অনেক তারকা ক্রিকেটার বয়সের ভারে বা ফর্মের কারণে হয়তো বিদায়ের কথা ভাবছেন।
বিশ্লেষকরা মনে করছেন, এই বছর অধিক বয়সী ও লম্বা ক্যারিয়ারের ক্রিকেটারদের অবসরের ঝড় দেখা যেতে পারে।
বিশেষ করে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালকে সামনে রেখে হয়তো অনেকেই একটা “সুসজ্জিত বিদায়ের মঞ্চ” খুঁজছেন।
#CricketRetirements2025 #ViratKohliRetires #RohitSharma #Mahmudullah #GuptillRetires #Stoinis #EndOfAnEra #CricketLegends #BiddingFarewell #TeamIndia #BangladeshCricket #CricketNews
আরও পড়ুন :
আনচেলত্তিকে পেতে ‘ছাড়েনি কিছুই’ ব্রাজিল, স্কালোনির তুলনায় ৪ গুণ বেতন