Breaking News

cricket suprimacy

ফিরে দেখা ২০২৪: ক্রিকেট : এই বছরটা দেখালো একচ্ছত্র আধিপত্যের দিন শেষ!

কয়েকটা দিন বাদেই শেষ হয়ে যাচ্ছে ২০২৪। ক্লাউড টিভি তখন বিশ্ব ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলোতে চোখ ফেরাচ্ছে। দলীয় কিংবা ব্যক্তিগত নৈপুণ্যের উত্থান-পতনের অঙ্ক মিলিয়ে দেখছে। বছরান্তের এই আয়োজনে থাকছে ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটের সালতামামি।

cricket suprimacy : 2024 end of cricket suprimacy

cricket suprimacy

ক্লাউড টিভি ডেক্স: কয়েকটা দিন বাদেই শেষ হয়ে যাচ্ছে ২০২৪। ক্লাউড টিভি তখন বিশ্ব ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলোতে চোখ ফেরাচ্ছে। দলীয় কিংবা ব্যক্তিগত নৈপুণ্যের উত্থান-পতনের অঙ্ক মিলিয়ে দেখছে। বছরান্তের এই আয়োজনে থাকছে ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটের সালতামামি (cricket suprimacy)।

টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই:

টেস্ট চ্যাম্পিয়নশিপে চলতি বছরের সবচেয়ে বড় ঘটনা নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজ হার। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হার টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ভারতের ফাইনালে ওঠার লড়াই প্রায় শেষ হয়ে গেছে। চলতি অস্ট্রেলিয়া সিরিজ দেখেই তা বলা যাচ্ছে।প্রথমবার ভারতের
মাটিতে টেস্ট সিরিজ জয়ের সঙ্গে ধবলধোলাইয়েরও স্বাদ পায় কিউইরা। ঘরের মাঠকে দুর্গ বানিয়ে ফেলা ভারতের জন্য আরো হতাশার বিষয় ছিল রাজত্বে ছেদ পড়া। ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে রোহিত শর্মার দল। আর ঘরের মাঠে ধবলধোলাইয়ের শিকার হয় ২৪ বছর পর। ঘরের মাঠে ভারতকে সর্বশেষ হোয়াইটওয়াশ করেছিল হ্যান্সি ক্রনিয়ের দক্ষিণ আফ্রিকা, ২০০০ সালে।

চলতি বছর টেস্ট:
চ্যাম্পিয়নশিপের আরেক চমক টেবিলের তলানীতে থাকা ওয়েস্ট ইন্ডিজের ব্রিসবেন জয়। দুই টেস্ট সিরিজের শেষটিতে ২৪ বছর বয়সী পেসার শামার জোসেফের অবিশ্বাস্য বোলিংয়ে ৮ উইকেটে ম্যাচ জিতেছিল ক্যারিবীয়রা। তাতে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর টেস্ট জিততে না পারার খরা কাটায় ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া ওভালে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ৮ উইকেটের জয়ও চলতি বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ঘটনা। আরো একটি আশ্চর্যজনক ঘটনা এবছরটাকে ঘটে গেছে পাকিস্তানের মাটিতে। বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াস করেছে ।

অবশেষে ভারতের শিরোপা:

চলতি বছর আইসিসির টুর্নামেন্টে শিরোপা জিততে না পারার দীর্ঘ খরা কেটেছে ভারতের। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হার, ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় এবং ঘরের মাঠে ২০২৩ সালে
৫০ ওভারের আরেকটি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হৃদয় ভাঙার গল্প সঙ্গী হয়েছিল ভারতের। অবশেষে রোহিত শর্মার ভারত বার্বাডোজে সব হতাশার ইতি টানেন। শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ভারত। প্রোটিয়াদেরও একটি আইসিসি ট্রফির অপেক্ষা বহুদিনের। কিন্তু স্বপ্ন অধরাই থেকে গেছে।

মহিলা বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ:

মেয়েদের ক্রিকেটে চলতি বছরের আলোচিত ঘটনা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছেলেদের মতো এখানেও স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েদের। ছেলেরা বারবার কাছ থেকে ফিরে এলেও প্রোটিয়াদের হতাশার মাঝে বিজয়োৎসব করেছিল নিউজিল্যান্ডের মেয়েরা। কিউইদের জয়টা একটু অবিশ্বাস্যই বটে। বিশ্বকাপে যাওয়ার আগে টানা ১০ ম্যাচ হারে সোফিয়া ডিভাইনের নিউজিল্যান্ড। কিন্তু ফাইনালকে ‘চোক’ করে কিউইদের কাছে হেরে বসে দক্ষিণ আফ্রিকা।

x (twitter) – https://x.com/cloudTV_NEWS

অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের কীর্তি:

টি-টোয়েন্টি আর টেস্ট চ্যাম্পিয়নসশিপের ডামাডোলের মধ্যে চলতি বছর কিছুটা আড়ালে পড়েছিল ওয়ানডে ক্রিকেট। আলোচনা জাগিয়ে তোলার দায়িত্ব যেন নিজ কাঁধে তুলে নেয় পাকিস্তান! বোর্ডে রদবদল, অধিনায়ক পরিবর্তন, কোচ-নির্বাচকদের যাওয়া-আসার মাঝে অস্ট্রেলিয়াকে
তাদের মাটিতে ওয়ানডে সিরিজে হারায় পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল ২০০২ সালের জুনে। এরপর দক্ষিণ আফ্রিকাকেও তাদের মাটিতে ধবলধোলাইয়ের স্বাদ দিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।

সব মিলিয়ে ২০২৪ সালটা এককভাবে রাজত্ব করতে পারেনি কোনো দলই (cricket suprimacy)। এমনকি ক্রিকেটের অগ্রযাত্রী অস্ট্রেলিয়া কিংবা ভারতও।

ফিরে দেখা ২০২৪ : ‘বিরাট’ জাদুতে ‘অক্ষর’ রচনায় ফাইনালে দুরন্ত জয় পেয়েছিল ভারত

ভাড়া বাড়িতে থাকা টিম ইন্ডিয়ার অলরাউন্ডার নিতিশ কুমার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করে বাবার চোখের জল মুছিয়ে দিলেন

ad

আরও পড়ুন: