Breaking News

AidenMarkram LordsFinal2025

ইতিহাস গড়ার ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্স, মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মার্করাম

লর্ডসে ১৩৬ রানের ঐতিহাসিক ইনিংস ও ২ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো আইসিসি ট্রফি এনে দিয়েছেন এইডেন মার্করাম। মাসসেরা ক্রিকেটার হয়ে তিনি বললেন—এটা পুরো দলের জয়, দেশের জয়।

AidenMarkram LordsFinal2025 Historic Performance %%page%% %%sep%% %%sitename%%

AidenMarkram LordsFinal2025

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ১৫ জুলাই ২০২৫ : দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে ২০২৫ সালের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়ে থাকবে এক অনন্য স্মৃতিচিহ্ন। আর সেই জয়ের অন্যতম স্থপতি অলরাউন্ডার এইডেন মার্করাম। ঐতিহাসিক এই ম্যাচে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে তিনি পেয়েছেন আইসিসি জুন মাসের সেরা পুরুষ ক্রিকেটার পুরস্কার (AidenMarkram LordsFinal2025)।

গত মাসে লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানে অলআউট হয়ে বিপদে পড়ে প্রোটিয়ারা। তখনই উদয় হন মার্করাম।

দ্বিতীয় ইনিংসে ২০৭ বল মোকাবিলা করে ১৪টি চার সহ খেলেন এক অসাধারণ ইনিংস—১৩৬ রান। তাঁর ব্যাটিংয়ের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকা ২৮২ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নেয় এবং প্রথমবারের মতো আইসিসির কোনো ট্রফি নিজেদের করে নেয়

গম্ভীরকে চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড , ১০ টেস্ট ম্যাচে হার ৬টিতে

দূর্ভাগ্য পন্তের, সেঞ্চুরির পর সেঞ্চুরি করলেও ভারত জেতে না!

সেই ইনিংসই আজ ইতিহাস হয়ে আছে—দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রফির স্বাদ এনে দেন এইডেন মার্করাম।

ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট
এই অলরাউন্ড নৈপুণ্য প্রোটিয়াদের জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ ছাপ। ম্যাচে তাঁর অবদানকে কেবল পরিসংখ্যান দিয়ে বিচার করা যায় না—তিনি ছিলেন নেতৃত্ব ও লড়াইয়ের প্রতীক।

আইসিসি জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে মার্করাম বলেন—

“এই পুরস্কার পাওয়া আমার জন্য অনেক বড় সম্মান। দেশের হয়ে অবদান রাখতে পেরে গর্বিত। লর্ডসে শিরোপা জয় আমাদের জন্য এক ঐতিহাসিক অর্জন।”

তিনি আরও বলেন,

“এটি নিঃসন্দেহে দলগত নৈপুণ্যের ফল। রাবাদা ও বাভুমার অবদান ছাড়া জয় সম্ভব হতো না।”

এইডেন মার্করামের এই পুরস্কার শুধুমাত্র তাঁর জন্য নয়—পুরো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটপ্রেমীদের জন্য এক বিশাল প্রাপ্তি।


এইডেন মার্করামের পরিসংখ্যান (টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল)

  • রান: ১৩৬ (২০৭ বলে)

  • চার: ১৪টি

  • উইকেট: ২টি

  • ক্যাচ: ১টি

  • ম্যাচ ফলাফল: দ.আফ্রিকা জয়, শিরোপা জয়

আরও পড়ুন :

“বড় হুমকির মুখে ইউরোপ”—সতর্ক করলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

১৬১টি ছবিতে একটানা নায়িকা চরিত্রে অভিনয়, চলে গেলেন ভারতীয় চলচ্চিত্রের ‘এভারগ্রীন’ রানি বি সরোজা দেবী

ad

আরও পড়ুন: