AsiaCup2025 IndiavsPakistan Super Four
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ মানেই ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে বিশেষ উত্তেজনা। এবারও ব্যতিক্রম নয়। বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ৪১ রানের জয় নিশ্চিত করে পাকিস্তান সুপার ফোরে জায়গা করে নিয়েছে। এর ফলে আগামী ২১ সেপ্টেম্বর, রবিবার ফের মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী— ভারত ও পাকিস্তান।
গ্রুপ পর্বেই একবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচে ভারত সাত উইকেটে পাকিস্তানকে হারায়। তবে ক্রিকেটের লড়াইয়ের বাইরেও সেই ম্যাচে তৈরি হয়েছিল বিতর্ক। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে অস্বীকার করেন। এমনকি টসের সময়ও দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আলী আগা করমর্দন এড়িয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে দুই শিবিরে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ক্রিকইনফোর সর্বকালের সেরা এশিয়া কাপ একাদশে ভারত থেকে আছেন ৪ ক্রিকেটার
পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ দায়ের করে। অভিযোগে জানানো হয়, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নাকি টসের সময় দুই অধিনায়ককে করমর্দন করতে বাঁধা দেন। পাকিস্তান দল শুধু অভিযোগেই থেমে থাকেনি, বরং পাইক্রফটকে সংযুক্ত আরব আমিরাতের ম্যাচের দায়িত্ব থেকে সরানোর দাবি জানায়।
শুরুতে আইসিসি অভিযোগ নাকচ করলেও পরে জানা যায়, পাইক্রফট পাকিস্তান দলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। যদিও একসময় পাকিস্তান দল ম্যাচ বয়কটের কথাও ভেবেছিল, শেষ পর্যন্ত তারা মাঠে নামার সিদ্ধান্ত নেয়।
এখন নজর পুরোপুরি ২১ সেপ্টেম্বরের দিকে। সেই ম্যাচ ঘিরে শুধু ভারত বা পাকিস্তান নয়, গোটা ক্রিকেটবিশ্বের চোখ থাকবে সুপার ফোরের এই লড়াইয়ের দিকে। ভক্তদের প্রত্যাশা, মাঠে দেখা যাবে রোমাঞ্চকর এক লড়াই, যেখানে শুধুই ব্যাট-বলের লড়াই নয়, মর্যাদার লড়াইও সমানভাবে গুরুত্বপূর্ণ হবে।
আরও পড়ুন :
সুপার কাপের আগে ইস্টবেঙ্গলে যোগ দিলেন জাপানি ফরোয়ার্ড হিরোশি ইবুসুকি
শান্তিনিকেতন ভ্রমণের সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক এসএফআই নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ