এশিয়া কাপ ২০২৫ প্রাইজমানি
ক্লাউড টিভি ডেস্ক : এশিয়া কাপ ক্রিকেট শুরু হয়েছে জাঁকজমকের মধ্য দিয়ে। আর টুর্নামেন্ট শুরু হতেই এসিসি থেকে এল সুখবর— এবারের এশিয়া কাপে প্রাইজমানি দ্বিগুণ করা হচ্ছে। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
গত ২০২৩ সালে এশিয়া কাপ জিতে ভারত পেয়েছিল ১ কোটি ২৫ লাখ টাকা। এবার সেই অঙ্ক দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬০ লাখ টাকায়।
শুধু চ্যাম্পিয়ন নয়, রানার্স-আপ দলও এবার পুরস্কৃত হবে বড় অঙ্কে। রানার্স-আপ দলকে দেওয়া হবে ১ কোটি ৩০ লাখ টাকা। পাশাপাশি, টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পাবেন ১২ লাখ ৫০ হাজার টাকা।
অনিশ্চয়তার মুখে এশিয়া কাপ – ভারত-পাক উত্তেজনায় টুর্নামেন্ট বিপাকে
বিসিসিআইই (BCCI) বিশ্বের ধনী ক্রিকেট বোর্ড, ধারে কাছে কেউ নেই
২০২৫ সালের এশিয়া কাপ আয়োজন করছে ভারত, তবে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। অংশ নিচ্ছে মোট ৮টি দল।
গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।
প্রথম রাউন্ডে প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্যান্য দলের বিরুদ্ধে খেলবে। সেখান থেকে দুই গ্রুপ মিলিয়ে মোট চারটি দল উঠবে সুপার ফোরে। সুপার ফোরেও প্রতিটি দল প্রতিটি দলের বিরুদ্ধে খেলবে। শেষে শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
প্রাইজমানি দ্বিগুণ হওয়ায় এবার প্রতিযোগিতা আরও জমে উঠবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। শুধু ক্রিকেটের লড়াই নয়, এবার অর্থনৈতিক পুরস্কারও বাড়তি প্রেরণা জোগাবে প্রতিটি দলকে।
আরও পড়ুন :
ভারতের নতুন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন, অভিনন্দন জানালেন জগদীপ ধনকর
২০২৯ সাল পর্যন্ত এফসি গোয়া থেকে জয় গুপ্তার সাথে চুক্তিবদ্ধ হলো ইস্টবেঙ্গল