এশিয়া কাপ বয়কট পাকিস্তান
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন গড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনের টেবিলে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন— দাবি পূরণ না হলে পাকিস্তান এশিয়া কাপ বয়কট করবে।
ঘটনার শুরু টসের সময়। পাকিস্তান অধিনায়ক সালমান আলী ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে গেলে তিনি সাড়া দেননি। শুধু তাই নয়, ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়রা করমর্দনের জন্য এগিয়ে এলে ভারতীয় ক্রিকেটাররা পাশ কাটিয়ে চলে যান। সূর্যকুমার যাদব ও শিভম দুবে মাঠ ছেড়ে বেরিয়েই ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেন।
ম্যাচের শেষে করলেন না করমর্দন, পাকিস্তানকে হারিয়ে সূর্যকুমার যাদবের জয় উৎসর্গ ভারতীয় সেনাদের
এশিয়া কাপের প্রাইজমানি দ্বিগুণ, চ্যাম্পিয়ন হলে ভারত পাবে ২ কোটি ৬০ লাখ টাকা
ম্যাচ শেষে পাকিস্তান অভিযোগ করে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ইচ্ছে করেই ভারতীয়দের পক্ষে অবস্থান নিয়েছেন। অভিযোগ অনুযায়ী, পাইক্রফট টসের সময় সূর্যকুমার যাদবকে করমর্দন এড়িয়ে চলার নির্দেশ দিয়েছিলেন, যা নিরপেক্ষতার নিয়ম ভঙ্গের শামিল। পিসিবির দাবি, এটি শুধু আইসিসির আচরণবিধিই নয়, বরং এমসিসি আইনেরও গুরুতর লঙ্ঘন।
রবিবার অভিযোগ জানানোর পরও কোনো পদক্ষেপ নেয়নি আইসিসি। এতে ক্ষুব্ধ হয়ে পিসিবি আইসিসির কাছে পাইক্রফটকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। সোমবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে চেয়ারম্যান মহসিন নাকভি বলেন—
“আমাদের দাবি মানা না হলে পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপ বয়কট করতে বাধ্য হবে।”
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিশ্বজুড়ে কোটি সমর্থকের নজর। সেখানে খেলোয়াড়দের করমর্দন না করা ও রেফারিকে নিয়ে বিতর্ক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এখন নজর আইসিসির দিকে—তারা কী সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন :
পেলের রেকর্ড ভেঙে শীর্ষে মেসির রুকি কার্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন