Breaking News

ভারত এশিয়া কাপ স্পন্সর

এশিয়া কাপে স্পন্সর ছাড়াই খেলতে নামবে ভারত

এশিয়া কাপে বিরল দৃশ্য, স্পন্সর ছাড়া খেলতে নামবে ভারত। নতুন আইনেই বাতিল হলো ড্রিম১১ চুক্তি। বিসিসিআই খুঁজছে নতুন পৃষ্ঠপোষক।

এশিয়া কাপে স্পন্সর ছাড়াই খেলতে নামছে ভারতীয় দল

ভারত এশিয়া কাপ স্পন্সর

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক: ভারতের ক্রিকেট ইতিহাসে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। এশিয়া কাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে কোনো প্রধান স্পন্সর ছাড়াই মাঠে নামতে যাচ্ছে টিম ইন্ডিয়া। সরকারের নতুন আইন ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব গেমিং বিল ২০২৫’ এর কারণে বাধ্য হয়ে স্পন্সর হারিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

গত ২১ আগস্ট ভারত সরকার সব অনলাইন বাজি, জুয়া এবং ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে। এর ফলে ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সর ড্রিম১১ চুক্তি বাতিল করতে বাধ্য হয়। যদিও বিসিসিআইয়ের সঙ্গে তাদের চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত, তবু নতুন আইন কার্যকর হওয়ার পর সেই চুক্তি বজায় রাখা অসম্ভব হয়ে পড়ে।

Game Over অনলাইন গেমিংয়ের: ৩১ হাজার কোটির ইন্ডাস্ট্রি নিয়ে যে পথে কড়া পদক্ষেপ মোদী সরকারের

অনিশ্চয়তার মুখে এশিয়া কাপ – ভারত-পাক উত্তেজনায় টুর্নামেন্ট বিপাকে

ড্রিম১১-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকেই আলোচনা চলছিল, এশিয়া কাপে ভারতের জার্সিতে স্পন্সরের নাম দেখা যাবে কি না। অবশেষে সব জল্পনার অবসান হলো। এবার প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টে স্পন্সরবিহীন জার্সিতে খেলবে টিম ইন্ডিয়া।

পরিস্থিতি সামাল দিতে বিসিসিআই নতুন স্পন্সর খুঁজতে নেমেছে। ২ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করেছে বোর্ড। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ১২ সেপ্টেম্বরের মধ্যে অফেরতযোগ্য ৫ লাখ রুপি জমা দিয়ে আবেদনপত্র নিতে হবে। বিদেশি প্রতিষ্ঠান চাইলে ৫ হাজার ৬৭৫ ডলার দিয়ে আবেদন করতে পারবে।

দরপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। তবে সমস্যা হলো, তার আগেই শুরু হয়ে যাবে এশিয়া কাপ। আগামী ৯ সেপ্টেম্বর থেকেই মাঠে গড়াবে টুর্নামেন্ট। তাই স্পষ্টতই এশিয়া কাপে ভারতীয় দলের জার্সিতে কোনো মূল স্পন্সরের লোগো থাকবে না।

নতুন বিজ্ঞপ্তিতে বিসিসিআই স্পষ্ট জানিয়েছে, মদ প্রস্তুতকারক প্রতিষ্ঠান, বাজি বা জুয়ার সাইট, ক্রিপ্টোকারেন্সি (ভার্চুয়াল মুদ্রা), অনলাইন মানি গেমিং কোম্পানি, তামাকজাত পণ্য কিংবা এমন কোনো ব্র্যান্ড যাদের কার্যক্রম জনসমাজের নৈতিকতাকে আঘাত করে— তাদের আবেদন করার অনুমতি নেই।

ফলে এবার ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে এমন কোনো ব্র্যান্ডের নাম দেখা যাবে না, যাদের নিয়ে বিতর্ক তৈরি হতে পারে।

এশিয়া কাপ খেলতে ৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এবারের টুর্নামেন্টে ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে ভারতের প্রতিপক্ষ হলো স্বাগতিক আমিরাত, পাকিস্তান এবং ওমান।

অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং হংকং। টুর্নামেন্টের সূচি অনুযায়ী গ্রুপপর্ব শেষে শীর্ষ চার দল খেলবে সুপার ফোরে। সেখান থেকে নির্ধারিত হবে ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী।

ভারতের মতো ক্রিকেট পরাশক্তি দলের জার্সিতে সবসময়ই বড় স্পন্সরের নাম দেখা যায়। কখনো মোবাইল কোম্পানি, কখনো ই-কমার্স, আবার কখনো গেমিং প্ল্যাটফর্ম। তাই এশিয়া কাপে হঠাৎ করে স্পন্সর ছাড়াই মাঠে নামা ক্রিকেটপ্রেমীদের কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা হতে চলেছে।

তবে বোর্ডের আশা, খুব শিগগিরই নতুন একটি দীর্ঘমেয়াদি স্পন্সর খুঁজে পাওয়া যাবে। ভারতীয় ক্রিকেট দলের বিপুল জনপ্রিয়তা ও বাজারমূল্য দেখে অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান আগ্রহ দেখাবে বলেই বিশ্বাস করছে বিসিসিআই।

আইনের কারণে ভারতীয় ক্রিকেট দলের জার্সি থেকে স্পন্সরের নাম মুছে যাওয়া নজিরবিহীন ঘটনা। তবে এটি হয়তো সাময়িক। আপাতত এশিয়া কাপে দেশবাসীকে দেখতে হবে ‘স্পন্সরবিহীন টিম ইন্ডিয়া’। টুর্নামেন্ট শেষে বোর্ড কাদের সঙ্গে নতুন চুক্তি করে, সেটিই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুন :

Detention Camps in India: ডিটেনশন ক্যাম্প তৈরি করুন, সব রাজ্যকে নির্দেশ! কাদের রাখা হবে? জানালেন অমিত শাহ

AI এর যুগে মেডিকেল সায়েন্সের জাদু : ঘরে বসেই শনাক্ত হবে হৃদরোগ, বদলে যাচ্ছে স্টেথোস্কোপের ইতিহাস

ad

আরও পড়ুন: