Breaking News

ভারত পাকিস্তান ম্যাচ বন্ধ দাবি

পহেলগাম হামলায় নিহত পর্যটকের বাবার দাবি, ভারত–পাকিস্তান ম্যাচ বন্ধ হোক

পহেলগাম হামলায় নিহত পর্যটকের বাবা সঞ্জয় দ্বিবেদী পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্নের দাবি জানিয়ে ভারত–পাক ম্যাচ বন্ধের আহ্বান করেছেন।

ভারত পাকিস্তান ম্যাচ বন্ধ দাবি : পহেলগাম হামলায় নিহত পর্যটকের বাবার

ভারত পাকিস্তান ম্যাচ বন্ধ দাবি

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে আগামীকাল দুবাইয়ে মুখোমুখি হবে ভারত–পাকিস্তান। তবে বহুল প্রতীক্ষিত এই হাইভোল্টেজ ম্যাচের বিরোধিতা করেছেন পহেলগাম সন্ত্রাসী হামলায় নিহত এক ভারতীয় পর্যটকের বাবা সঞ্জয় দ্বিবেদী।

তিনি ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের সঙ্গে কেবল কূটনৈতিক নয়, ক্রীড়াক্ষেত্রেও সব সম্পর্ক ছিন্ন করার জন্য। সংবাদ সংস্থা ANI জানায়, দ্বিবেদী ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত ২২ এপ্রিল পাকিস্তান আমাদের দেশের ২৬ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। তখন সরকার বলেছিল—রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। অথচ আজ ভারত–পাকিস্তান ম্যাচের আয়োজন হচ্ছে, গোটা দেশই এর বিরোধিতা করছে।”

তিনি আরও জানান, পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক রাখা উচিত নয়। না রাজনৈতিকভাবে, না ক্রীড়াঙ্গনে। তিনি জোর দিয়ে বলেন, জনমতের কথা মাথায় রেখে সরকারের উচিত এ বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেওয়া।

১৪ দিনের নিঃশব্দ অভিযান, শেষমেশ মহাদেব চূড়ায় খতম ‘পহেলগাম হামলার মাস্টারমাইন্ড’: জানুন Operation Mahadev-এর ভেতরের কাহিনি

এশিয়া কাপে ভারতকে কড়া হুঁশিয়ারি, পাকিস্তান অধিনায়কের বার্তা—“এবার ভারতের কপালে দুঃখ আছে”

এর আগে লিজেন্ডস বিশ্বকাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছিল। তবে সম্প্রতি কেন্দ্রীয় সরকার পাকিস্তান সংক্রান্ত ক্রীড়ানীতি আংশিক হালনাগাদ করেছে। নতুন নীতি অনুযায়ী, ভারতীয় ক্রীড়াবিদরা বহুপাক্ষিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন, কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হবেন না।

উল্লেখ্য, চলমান এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করেছে উভয় দল। প্রথম ম্যাচে ভারত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছে। অন্যদিকে পাকিস্তান ওমানকে ৯৩ রানে পরাজিত করেছে। এখন সবার নজর রবিবারের মহারণে—কারা জয় ছিনিয়ে নেয়, তা নিয়েই ক্রীড়াপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

আরও পড়ুন :

“আমি এমসিজির চারপাশে নগ্ন হয়ে হাঁটব, যদি এই গ্রীষ্মে রুট সেঞ্চুরি না করে।”

অলিম্পিক খেলাধুলায় ভারতকে উন্নত করতে অস্ট্রেলিয়া অবশ্যই সাহায্য করতে পারে: স্টিভ ওয়াহ

ad

আরও পড়ুন: