শোয়েব আখতার ভারত পাকিস্তান
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ভারতের কাছে ৭ উইকেটের হারের পর পাকিস্তানের ক্রিকেটকে নিয়ে সরাসরি তোপ দাগলেন পাকিস্তানের প্রাক্তন Speedstar শোয়েব আখতার। নিজের Youtube চ্যানেল ও সামাজিক মাধ্যমে তিনি দলকে ‘ক্লাব স্তরের ক্রিকেটে’ নেমে যাওয়া বলে কটাক্ষ করেছেন।
শোয়েব আখতার বলেন,
“ভারতীয় দল আজ যেভাবে খেলেছে, তা বিশ্বমানের ক্রিকেট। আর আমাদের দল যা খেলেছে, সেটা আসলে ক্লাব স্তরের ক্রিকেট ছাড়া কিছু নয়। সত্যি বলতে, পাকিস্তান এখন আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর চেয়ে সামান্য ভালো।”
তিনি স্পষ্ট জানান, এই পাকিস্তান দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত বা দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হারিয়েছে।
গম্ভীরকে চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড , ১০ টেস্ট ম্যাচে হার ৬টিতে
এশিয়া কাপে ভারতকে কড়া হুঁশিয়ারি, পাকিস্তান অধিনায়কের বার্তা—“এবার ভারতের কপালে দুঃখ আছে”
পাকিস্তানের ব্যাটিং নিয়ে শোয়েবের মন্তব্য আরও কড়া ছিল। তিনি বলেন,
“আমাদের ব্যাটিংয়ের মানহীনতা আজ সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। ভারতীয় বোলারদের বিরুদ্ধে একেবারেই টিকতে পারিনি। সূর্যকুমার যাদব ইচ্ছেমতো আমাদের বোলারদের কাট-সুইপ খেলেছে। যদি ভারতীয় স্পিনারদের খেলা এতটাই কঠিন হয়, তাহলে শাহিন আফ্রিদি কিভাবে ১৬ বলে ৩৩ রান করে ছক্কা হাঁকাতে পারল?”
এছাড়া, তরুণ ব্যাটার সাইম আয়ুবকে নিয়েও বিদ্রূপ করেন তিনি—
“ওকে দেখে মনে হচ্ছে, আমরা হয়তো ৩৫ বছর বয়সে এসে একজন ভালো স্পিনার খুঁজে পেয়েছি!”
শোয়েব আখতারের মতে, ভারতের বিপক্ষে হারের মাধ্যমে দুই দলের মানের পার্থক্য চোখে পড়েছে। ভারতীয় ক্রিকেট এখন পেশাদারিত্ব, টেকনিক, ফিটনেস ও মানসিক দৃঢ়তায় সবার থেকে এগিয়ে, যেখানে পাকিস্তান পিছিয়ে পড়ছে প্রতিটি বিভাগে।
তিনি বলেন,
“আমাদের শুধু প্রতিভা থাকলেই হবে না। ক্রিকেট এখন বিজ্ঞান, পরিকল্পনা আর পরিশ্রমের খেলা। ভারত সেটা বুঝেছে, কিন্তু আমরা এখনও পুরনো ধ্যানধারণা নিয়ে পড়ে আছি।”
আরও পড়ুন :
অফিসে অসুস্থতার কারণে ছুটি চাইবার মাত্র ১০ মিনিট পরেই হার্ট অ্যাটাকে মারা গেলেন
পুড়ে ছাই সন্তোষপুরের ১২টি দোকান, বিধ্বংসী আগুনে আতঙ্ক স্টেশন চত্বরে