Breaking News

AsiaCup2025 IndiaVsPakistan

অনিশ্চয়তার মুখে এশিয়া কাপ – ভারত-পাক উত্তেজনায় টুর্নামেন্ট বিপাকে

ভারত ও পাকিস্তান একে অপরের মাটিতে খেলতে প্রস্তুত নয়

AsiaCup2025 IndiaVsPakistan : Future in Doubt %%page%% %%sep%% %%sitename%%

AsiaCup2025 IndiaVsPakistan

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি এশিয়া কাপ (AsiaCup2025 IndiaVsPakistan )। তবে বর্তমান ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে সেই টুর্নামেন্টের ভবিষ্যৎ এখন বড়সড় প্রশ্নচিহ্নের মুখে।

সাম্প্রতিক সীমান্ত-সংঘাত এবং টানা চার দিনের যুদ্ধের পর ঘোষিত যুদ্ধবিরতি পরিস্থিতি কিছুটা শান্ত করলেও, দুই দেশের মধ্যে সম্পর্ক এখনো অত্যন্ত ঠুনকো। এই টানাপোড়েনের জেরে ভারত ও পাকিস্তান একে অপরের মাটিতে খেলতে প্রস্তুত নয়—এটাই বড় সমস্যা।

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্পষ্ট জানিয়েছে, এশিয়া কাপ নিয়ে তাদের কোনো অভ্যন্তরীণ আলোচনা হয়নি। এক কর্তা বলেন:

“আমরা পুরোপুরি ব্যস্ত ছিলাম আইপিএল এবং ইংল্যান্ড সফর নিয়ে। এখনো এশিয়া কাপ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।”

অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুধু বলেছে, সময় এলে সিদ্ধান্ত নেবে তারা। ভারতে খেলবে কিনা, এখনো তা অনিশ্চিত।

চলতি পরিস্থিতিতে অনেকেই বলছেন, যদি এশিয়া কাপ হয়ও, তা নিরপেক্ষ ভেন্যুতেই হবে—যেমন দুবাই বা শ্রীলঙ্কা। তবে এ নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো কোনো চূড়ান্ত ঘোষণা দেয়নি।

এসিসি সভাপতি মহসিন নাকভি, যিনি পিসিবির প্রধানও, এ বিষয়ে এখনো নীরব।

২০১৩ সালের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। কেবলমাত্র বিশ্বকাপ, এশিয়া কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বহুদলীয় টুর্নামেন্টেই দুই দল একে অপরের মুখোমুখি হয়। এর মধ্যে অনেক ম্যাচ হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে, যেমন দুবাইয়ে।

সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটিও আয়োজন করা হয়েছিল পাকিস্তানের বদলে দুবাইয়ে

ভারত-পাকিস্তানের সংঘাত, ক্ষতির মুখে পড়বে এশিয়ার ক্রিকেট, এমনকি বিশ্ব ক্রিকেটও

যুদ্ধবিরতির পরও ভারত-পাকিস্তান সীমান্তে আতঙ্ক, উচু পাহাড়ে দিন কাটাচ্ছেন মানুষ

ভারতের জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর গত মাসেই বলেছিলেন—

“আমি চাই না পাকিস্তানের বিরুদ্ধে খেলুক ভারত, এমনকি নিরপেক্ষ ভেন্যুতেও নয়। তবে বিসিসিআই যেটা ঠিক বলবে, আমি সেটা মেনে চলব।”

শুধু পুরুষদের এশিয়া কাপ নয়, সোমবার এসিসি জানিয়েছে, মহিলাদের ইমার্জিং এশিয়া কাপ স্থগিত করা হয়েছে বৃষ্টি এবং চিকুনগুনিয়া সংক্রমণের কারণে। এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়

এখন প্রশ্ন একটাই: এই রাজনৈতিক সংঘাতের মাঝে ক্রিকেট কীভাবে রক্ষা পাবে?
এশিয়া কাপ কি আদৌ হবে? আর হলেও, কোন দেশে হবে? ভারত-পাকিস্তান খেলবে তো?

এই প্রশ্নগুলোর উত্তর দেবে সময়—আর অবশ্যই কূটনৈতিক সমঝোতা।

আরও পড়ুন :

নিউ জিল্যান্ডের সফলতম কোচের গ্যারি স্টেডের বিদায়

চ্যাম্পিয়ন হয়ে অধিনায়ক পাতিদারকে ‘অমূল্য’ উপহার দিলেন কোহলি

ad

আরও পড়ুন: